সংবাদ শিরোনামঃ
জনগনের সুস্বাস্থ্যের জন্য চাই নিরাপদ খাদ্য রায়পুরে  সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন বিএনপির মাধ্যমে পানিবন্ধীদের ত্রান বিতরন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “ লক্ষ্মীপুরে কলেজ অধ্যক্ষের অপসারণ চেয়ে শিক্ষক- কর্মচারীদের বিক্ষোভ বাংলাদেশের মুমূর্ষু শিশু শুভমকে নতুন জীবন দিয়েছেন ভারতের ডাঃ সঞ্জীব দেববর্মণ কোটা আন্দোলনে মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ
মানবদেহের হরমোন নিয়ে কাল বিভিন্ন দেশের ডাক্তারদের অনলাইন আলোচনা

মানবদেহের হরমোন নিয়ে কাল বিভিন্ন দেশের ডাক্তারদের অনলাইন আলোচনা

মিজানুর শামীমঃ হরমোন (Hormone) হচ্ছে এক প্রকার জৈব -রাসায়নিক তরল যা শরীরের কোনো কোষ বা গ্রন্থি থেকে শরীরের একটি নির্দিষ্ট অংশে নিঃসরিত হয়। হরমোন হল একটি আভ্যন্তরীন উদ্দীপক। হরমোনের মাধ্যমে শরীরের অন্যান্য অংশের অঙ্গ-প্রত্যঙ্গে পরিবর্তনের সংকেত পাঠানো হয়। উদাহরণ স্বরূপ, বিপাকক্রিয়ার পরিবর্তনের জন্য অল্প একটু হরমোনই যথেষ্ট। এটি একটি রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে যা এক কোষ থেকে অপর কোষে বার্তা বহন করে। সকল বহুকোষীয় জীবই হরমোন নিঃসরণ করে।

জানা গেছে, এসোসিয়েশন অফ কিউটেনিয়াস সার্জনস অফ বাংলাদেশ সোসাইটির উদ্দ্যেগে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির লক্ষ্যে মানবদেহের হরমোনের উপর এক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের কারনে ভার্চুয়ালভাবে আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার রাত ৮ টায় অনুষ্ঠিতব্য এ ওয়েবিনারে বাংলাদেশ ছাড়াও ব্রাজিল ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকগন উপস্থিত থাকবেন।

মানবদেহের হরমোন নিয়ে ভার্চুয়াল এ আলোচনার বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের কৃতি সন্তান ও বর্তমানে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক মোঃ মাহমুদুর রহমান এবং তিনি এর মূল বক্তব্য উপস্থাপকও, এছাড়া ইতিপূর্বে তিনি ইতালি ও ভারতে চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করেছেন বলে জানা যায়।

শনিবারে অনুষ্ঠিব্য এ ওয়েবিনারে বাংলাদেশ ছাড়াও ব্রাজিল ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকগন উপস্থিত থাকবেন। প্যানেল অফ এক্সপার্ট হিসাবে উপস্থিত থাকবেন ব্রাজিলের গাইনিকোলজিস্ট ডাক্তার মেরিনা আলভেস, ভারতের চেন্নাই এপোলো হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রামকুমার, সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ শামীমা আক্তার, সহকারী অধ্যাপক ডাঃ আবদাল মিয়া, ঢাকার অরোরা স্কিন রিসার্চ সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মাহবুব শাহীন।

অনষ্ঠান উপস্থাপনা করবেন ঢাকার ডেল্টা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ আয়শা সিদ্দিকা এবং সভাপতিত্ব করবেন ঢাকার মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ

মানব দেহের হরমোন নিয়ে নিম্নে কয়েকটি উদাহরণ দেয়া হলঃ

পুরুষদের তুলনায় মহিলাদের মোটা হওয়ার প্রবণতা অনেক বেশি। এমনটাই বলছে সমীক্ষা। এর অন্যতম কারণ হল হরমোন। মহিলাদের দৈনিক জীবনে ও জৈবিক চক্রে হরমোন যেভাবে প্রভাব ফেলে, ঠিক তেমনই ওজন বৃদ্ধিতেও হরমোন দায়ী।

থাইরয়েড হরমোনঃ হাইপোথাইরোডিজম মহিলাদের ওজন বাড়াতে অন্যতম কারণ। থাইরয়েড হরমোনের অভাবে হাইপোথাইরোডিজ়ম বাড়িয়ে থাকে। এর ফলে মানসিক পরিশ্রান্তি, কোষ্ঠকাঠিন্য, ওজন বেড়ে যায়।

প্রোজেস্টেটরনঃ মেনোপজ চলাকালীন নারী শরীরে আরও একটি হরমোনের মাত্রা কমে যায়। তা হল প্রজেস্টেরন। সরাসরি ওজন বাড়াতে সাহায্য না করলেও প্রজেস্টেরন হরমোনটি শরীরকে অতি মাত্রায় ফোলাতে সাহায্য করে। এমনকী, শরীরকে ভারীও করে তোলে এই হরমোন।

টেস্টোস্টেরনঃ অনেকেই পলিস্টিক ওভারিয়ান সমস্যায় ভোগেন। সেক্ষেত্রে দায়ী টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনের পরিমাণ বেড়ে গেলে পলিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যায় দেখা যায়। ওজন বৃদ্ধি ঘটে। মুখের রোমের আধিক্য দেখা যায়। বাড়তে থাকে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডারের মাত্রাও।

ইস্ট্রোজেনঃ এই হরমোন শুধুমাত্র নারীদের শরীরেরই দেখা যায়।  মেনোপজ চলাকালীন ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ কমে যায়। এর ফলে ওজনও বেড়ে যায়। ইস্ট্রোজেনের প্রভাবে ফ্যাটের কোশগুলি ক্যালোরিতে পরিবর্তিত হয়। যা ওবেসিটির মতো সমস্যা ডেকে আনে।

 


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com