ভিবি নিউজ ডেস্কঃ বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে তরুন চলচ্চিত্র পরিচালক ও ভিডিও সম্পাদক আলাউদ্দিন সাজু’র ওয়েব মুভি “তোর সুখে আমার সুখ”। ভিন্ন আঙ্গিকের ভালোবাসার কাহিনী নির্ভর এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রাতুন, সাদিয়া ও সোহেল। চলচ্চিত্রটির কাহিনী সংলাপ ও চিত্রনাট করেছেন পরিচালক নিজেই। কাদামাটি মিডিয়া প্রযোজিত “তোর সুখে আমার সুখ” চলচ্চিত্রটি দর্শকের মনে আস্থা করে নিবে বলে জানিয়েছেন পরিচালক আলাউদ্দিন সাজু। এতে আরো অভিনয় করেছেন রাফিয়া আক্তার রেশমা, আব্দুর মান্নান আকন্দ, রিয়াজুল ইসলাম জাকির, সাইফুল মুনির বেলাল, রাজিব হোসেন রাজু, মোহাম্মদ আলী লিটন, শরীফ, তুষার সহ আরো অনেকে। টাইটেল গানের গীতিকার ও শিল্পী নাফেল। ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে সন্ধা ৭টায় “শোবিজ বাংলা” ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি মুক্তি দেয়ার কথা জানিয়েছেন প্রযোজনা সংস্থা কাদামাটি মিডিয়া। visit