সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন ঔষধ কোম্পানি গুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা লক্ষ্মীপুরে অস্ত্র -গুলি সহ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড,মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা প্রদান দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান পবিত্র ঈদে মিলাদুন্নবী স্বরণে মেহেদী হাসান রাসেলের কুরআন ও হাদিসের আলোকে উপস্থাপন  লক্ষ্মীপুরে নতুন পুলিশ সুপার আকতার হোসেন লক্ষ্মীপুরে যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ
লক্ষ্মীপুর সদরে ঝুঁকিপূর্ণ সেতু এ যেন মরন ফাঁদ

লক্ষ্মীপুর সদরে ঝুঁকিপূর্ণ সেতু এ যেন মরন ফাঁদ

ভি বি রায় চৌধুরী – পশ্চিম লক্ষ্মীপুরে সেতুর মাঝে বড় গর্ত হওয়ায় চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যেকোনো মূর্হুতে ঘটতে পারে দুর্ঘটনা।
বিষয়টি সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৬নং নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার দালাল বাজার টু সাদ্দার পোল সড়কে খলিফা বাড়ীর পাশে অবস্থিত ঝুঁকিপূর্ন এ সেতু দিয়ে প্রতিদিন স্কুুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী, পণ্য ও যাত্রীবাহী যানবাহনসহ হাজারও মানুষের চলাচল এই সড়ক দিয়ে।

বিকল্প রাস্তা না থাকায় এলাকাবাসী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে চলাচল করছেন। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি না থাকায় এলাকাবাসী এ বিষয়ে নানা প্রশ্নও তুলছেন। পুরাতন ঢালাই ভেঙ্গে পড়া সেতুর উপর কোন রকমে কাঠ দিয়ে জোড়াতালির মাধ্যমে চলাচল অব্যাহত আছে। এতে করে প্রতিদিন এ এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ এবং যানবাহন বিকল্প ব্যবস্থা না থাকায় মারাত্মক ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সরু এবং ভাঙা এ সেতুর উপর দিয়ে চলাচল করছে। ফলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। এতে হতে পারে প্রাণহানি?
এছাড়াও ব্রিজটি সরু হওয়ায় দু’দিক থেকে ছেড়ে আসা যানবাহন ও পথচারীদের পারাপারের সময় দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়রা জানান, প্রায় একমাস থেকে ব্রিজটি বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। জরুরি ভিত্তিতে এটি মেরামত করা না হলে যে কোনো সময় ধসে পড়তে পারে। অন্যদিকে সেতুটি ভেঙে নতুন ব্রিজ নির্মানের দাবি জানিয়েছেন যানবাহনের চালকসহ এলাকাবাসী।
১২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, এলজিইডি বিভাগ কর্তৃক নির্মিত এ সেতু দিয়ে বাধ্য হয়ে এলাকাবাসীসহ সিএনজি অটোরিকশা, পিক-আপসহ হালকা -ভারি যানবাহন চলাচল করছে। আরো দেখা গেছে, মরণফাঁদে পরিণত হওয়া এ ব্রিজটির বিষয়ে এলাকাবাসীসহ সংশ্লিষ্ট ভুক্তভোগীদের অভিযোগ, অনেক আগেই এ সেতুতে ফাটল সৃষ্টি হয়েছে বলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্হানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল বলেন, ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে সেতুটি দুর্বল হলে সেতুর ঢালাই ভেঙ্গে পড়ে। এতে সেতু ভেঙ্গে পড়ার উপক্রম। মাঝখানে ক্ষয়হয়ে ব্রিজের র‌্যালিং খসেপড়ায় ঐ স্থান দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।

স্থানীয় বাসিন্দা ও লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সিনিয়র এডভোকেট ফিরোজ আলমের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, পুরাতন ব্রিজটি প্রায় ত্রিশ বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এ ব্রিজের উপর দিয়ে প্রতিদিন অসংখ্য ট্রাক, পিক-আপ, সিএনজি অটোরিকশা, এ্যাম্বুলেন্স, পুলিশের পিকআপ, স্কুল কলেজের ছাত্রছাত্রী বহনকারী গাড়িসহ নানান ধরনের যানবাহন চলাচল করে। এজন্য আমাদের সব সময় আতংকের মধ্যে থাকতে হয়। ব্রিজটি ভেঙ্গে কখন যে কি হয়ে যায়?


এ ব্যাপারে লক্ষ্মীপুর স্হানীয় সরকার ও প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহআলম পাটোয়ারী নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি ১২ জানুয়ারি সন্ধ্যায় এ প্রতিবেদককে বলেন, বিষয়টি আমার জানা নাই, ঐ এলাকার কেহ যদি লিখিতভাবে আমাকে জানায়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com