সংবাদ শিরোনামঃ
রায়পুর উপজেলার উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় অধ্যক্ষ মামুনের চেয়ারম্যান হওয়া প্রয়োজন লক্ষ্মীপুর জেলায় ৮ম: বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলে মোঃ এমদাদুল হক দালাল বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে কাকে ভোট দিবেন? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী কাজল খাঁনের গণজোয়ার লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন,কে হবেন চেয়ারম্যান ? বাংলাদেশ আওয়ামীলীগ ওমান সুর শাখার সহ-সাধারন সম্পাদক কামাল হোসেনের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এমপি ও মন্ত্রী হতে নয় বরং মানুষের পাশে দাঁড়াতে আ.লীগ করি, সুজিত রায় নন্দী বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই লক্ষ্মীপুরে বিনা তদবিরে পুলিশে চাকরি পেল ৪৪ নারী-পুরুষ দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ দলিল যার, জমি তার- নিশ্চিতে আইন পাস লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদ পেতেছে পবিত্র কুমার  লক্ষ্মীপুর সংরক্ষিত আসনের মহিলা সাংসদ আশ্রাফুন নেসা পারুল রায়পুরে খেজুর রস চুরির প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধরের অভিযোগ
রায়পুরে আদমব্যাপারী বাবুলের প্রতারণায় নিঃস্ব মনোয়ারার পরিবার

রায়পুরে আদমব্যাপারী বাবুলের প্রতারণায় নিঃস্ব মনোয়ারার পরিবার

ভিবি নিউজ ডেস্কঃ
লক্ষ্মীপুরের রায়পুরে আদম ব্যাপারীর খপ্পরে পরে পৌর ২নং ওয়ার্ডের দেনায়েত মৌজার বাসিন্দা মনোয়ারা বেগমের পুত্র মোঃ রুবেল হোসেন (২৭) এখন পথে পথে

। একই উপজেলার ৩নং ইউনিয়নের চরমোহনা মনগাজি মিজি বাড়ির খোরশোদের পুত্র ‘প্রতারক’ বাবুলের প্রতারণার চক্করে পড়ে সহায় সম্বলহীন হয়ে বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে ভুক্তভুগি ঐ যুবক।

জানা যায়, রায়পুর পৌরসভার ২নং ওয়ার্ডের দেনায়েত পুর মৌজার বাসিন্দা শাহ আলম ও মনোয়ারা দম্পতির পুত্র মোঃ রুবেল হোসেনকে নানানরকম প্রলোভন দেখিয়ে সৌদি আরবের একটি ভিসা দেয় একই এলাকার বাসিন্দা বাবুল মিঞা। কথা ছিলো সৌদি আরবের রিয়াদ সিটিতে একটি কারখানায় চাকুরী হবে। যার ফলশ্রুতিতে ভিসা বাবত রুবেলের মা মনোয়ারা বেগমের কলেজ পড়ুয়া মেয়ের বিবাহ দেয়ার জন্য সঞ্চয়ের একলক্ষ সত্তর হাজার টাকা বাবুল মিঞাকে নগদে প্রদান করে। ভিসা প্রসেসিং, বিমান ভাড়া সহ সর্ব সাকুল্যে মোট চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে রুবেলকে সৌদি আরব পাঠায় আদম ব্যাপারী বাবুল।
ভিসা দেওয়ার পূর্বে কথা ছিলো বাবুল মিঞা নিজে সৌদি যাবে এবং যাওয়ার সময় রুবেল কে সঙ্গে করে নিবে। কিন্তু তা না করে প্রথমেই চুক্তি ভঙ্গ করেছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ।

আরো জানা যায়, রুবেলকে বিমান বন্দরে রিসিভ করে তার কফিলের কাছে পৌঁছে দেয়ার কথা থাকলেও বাবুলের লোক আসেনি, যার কারনে ভুক্তভোগী রুবেল দীর্ঘ ৬ ঘন্টা সময় ধরে বিমানবন্দরে অপেক্ষা শেষে পরবর্তীতে সৌদিতে থাকা তার মামাকে ফোন করলে তিনি গিয়ে রুবেলকে তার কাছে নিয়ে আসেন বলে ভুক্তভোগী এ প্রতিবেদকে জানান। পরে সৌদির ভিসা দাতা কফিলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমিতো বাবুলকে ভিসা দিয়েছি অন্য কাউকে নয় বলে রুবেলের সৌদী আরবের প্রাপ্ত প্রাথমিক নব্বই দিনের ভিসাটি বাতিল করে দেন। বাধ্য হয়ে দেশের থেকে ধার দেনা করে বিমান ভাড়ার টাকা পাঠিয়ে রুবেলকে দেশে নিয়ে আসেন তার আত্মীয় স্বজন।
এদিকে বাংলাদেশে বাবুলের সাথে যোগাযোগ করলে সে সন্তোষ জনক কথা না বলে চট্টগ্রামে গা-ঢাকা দেন। উপায় অনন্ত না পেয়ে ভুক্তভোগী রুবেলের মা মনোয়ারা বেগম সদ্য নির্বাচিত রায়পুর পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান রিজভীকে সাথে নিয়ে প্রতারক আদম ব্যপারী বাবুলের বাড়ি রায়পুরের ৩নং ইউনিয়নের চরমোহনা মনগাজি মিজি বাড়িতে গেলে বাবুলের সাথে স্বাক্ষাত না পাওয়ায় তার বাবা মোঃ খোরশেদ আলম রুবেলে মাতা মনোয়ারা বেগমকে বলেন, আমার ছেলে বিদেশে গিয়ে সব ঠিক করে দিবে, যদি কোন কারনে ব্যার্থ হয় তাহলে ক্ষতি পুরন সহ সব টাকা আমি পরিশোধ করিতে বাধ্য থাকিবো।

এদিকে ভুক্তভুগি রুবেল গত ১২ ফেব্রুয়ারী কাজের আসায় সহায় সম্বল বিক্রি ও হাওলাত বরাত করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে বাবুলের দেয়া ভিসা নিয়ে সৌদি প্রবেশ করে কিন্তু কফিল তাকে গ্রহন না করায় সে গত ১৪ মার্চ দেশে ফেরত এসে ‘প্রতারক’ বাবুলের পিতা খোরশেদ আলমের সঙ্গে স্বাক্ষাত করে। তখন তিনি পূর্বের কথা না রেখে বিভিন্ন ভাবে এলোমেলো কথা বলেন। এতে করে মনোয়ারা বেগম উপায় না পেয়ে বিষয়টি নিয়ে রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
প্রকাশ থাকে যে অভিযোগের ভিত্তিতে থানা পরিদর্শক মোঃ আব্দুল জলিল উভয় পক্ষ কে উনার টেবিলে ডাকেন এবং উভয় পক্ষের কথা ধৈর্য সহকারে শুনে তাৎক্ষণিক বলেন রুবেল যখন ফিরে এসেছে তখন পুনরায় তাকে আবার আর একটি ভিসা দিয়ে পূর্বের জায়গা সৌদি পাঠাবে অন্যথায় বাবুল গংদের বিরুদ্ধে মানব-প্রাচার আইনে মামলা হবে। পরবর্তীতে আবারো বসলে বাবুলের বাবা খোরশেদ আলম ভিসা দিতে অপারগতা পোষণ করায় পুনরায় ওসি সাহেব সাংবাদিক দের উপস্থিতিতে দেড়লক্ষ টাকা রায় প্রদান করেন।

এ বিষয়ে মুঠোফোনে ‘প্রতারক’ বাবুলের পিতা খোরশেদ মিয়ার নাম্বারে যোগাযোগ করেল তিনি ফোন না ধরে উনার স্ত্রী কে ধরিয়ে দেন এবং বলেন, আগামী কাল ৬ এপ্রিল ২০২১ ইং দুপুর ১১ ঘটিকায় ওসি সাহেব থানায় যেতে বলেছেন। মহিলার নাম জানতে চাইলে তিনি তার নাম কি তা জানেন না বলে ফোন রেখে দেন।

এব্যাপারে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক আবদুল জলিলের নিকট উনার দেয়া রায়ের দেড় লাখ টাকার বিষয়ে মুঠোফোনে ভিবি নিউজের বিশেষ প্রতিনিধি জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি খুব পেরেশানিতে আছি, গতকাল ভুক্তভোগী মহিলা মনোয়ারা বেগম ,সালিস দার শিপন পাটোয়ারী ,ও মেম্বার মাসুদ সহ এসেছে, তারা কখন টাকা দিবে তা পরবর্তীতে জানাবে।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com