সংবাদ শিরোনামঃ
রায়পুর উপজেলার উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় অধ্যক্ষ মামুনের চেয়ারম্যান হওয়া প্রয়োজন লক্ষ্মীপুর জেলায় ৮ম: বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলে মোঃ এমদাদুল হক দালাল বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে কাকে ভোট দিবেন? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী কাজল খাঁনের গণজোয়ার লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন,কে হবেন চেয়ারম্যান ? বাংলাদেশ আওয়ামীলীগ ওমান সুর শাখার সহ-সাধারন সম্পাদক কামাল হোসেনের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এমপি ও মন্ত্রী হতে নয় বরং মানুষের পাশে দাঁড়াতে আ.লীগ করি, সুজিত রায় নন্দী বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই লক্ষ্মীপুরে বিনা তদবিরে পুলিশে চাকরি পেল ৪৪ নারী-পুরুষ দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ দলিল যার, জমি তার- নিশ্চিতে আইন পাস লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদ পেতেছে পবিত্র কুমার  লক্ষ্মীপুর সংরক্ষিত আসনের মহিলা সাংসদ আশ্রাফুন নেসা পারুল রায়পুরে খেজুর রস চুরির প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধরের অভিযোগ
লক্ষ্মীপুরে শর্টপিচ ক্রিকেটে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জামতলী মিজি বাড়ী একাদশ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে শর্টপিচ ক্রিকেটে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জামতলী মিজি বাড়ী একাদশ অনুষ্ঠিত

ভিবি নিউজ ডেস্ক: মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের জামতলী নাইট শর্টপিচ ১০/১০ ক্রিকেট টুর্ণামেন্টে অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারী রোববার রাতে জামতলী প্লে গ্রাউন্ডে কৃত্রিম আলোয় মহাদেবপুর আব্দুল কাদের মৌলুভী সাহেবের( পাটোয়ারী বাড়ী) বাড়ি একাদশকে দুই উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জামতলী মিজি বাড়ি একাদশ।
স্হানীয় ইউপি সদস্য ফিরোজ আলম হিরনের আয়োজনে জামতলী নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ও এলাকার কৃতি সন্তান আবুল খায়ের, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, কানাডা প্রবাসী বিশিষ্ঠ ব্যবসায়ী, স্হানীয় মহাদেবপুর গ্রামের সন্তান সমাজসেবক মোবারক হোসেন বাসার। এছাড়া অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার বিপুলসংখ্যক নারীপুরুষ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার বিতরণের সময় বক্তব্যে এলাকার কৃতি সন্তান অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবুল খায়ের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন কারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি এলাকায় থাকি না, আজ আমি এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। ভবিষ্যতে তোমরা যদি কোনো খেলাধুলার টুর্নামেন্ট বা অন্য কোনো সামাজিক বিষয়ে উদ্যোগে নিয়ে আমার সাথে যোগাযোগ করো তাহলে আমি সামর্থ অনুযায়ী তোমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, কানাডা প্রবাসী বিশিষ্ঠ ব্যবসায়ী, স্হানীয় মহাদেবপুর গ্রামের কৃতি সন্তান সমাজসেবক মোবারক হোসেন বাসার পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে বলেন, আমি তেত্রিশ বছর পূর্বে বাংলাদেশ থেকে কানাডা গিয়ে স্হায়ীভাবে বসবাস করছি। তবুও মাতৃভূমির টানে নিজ জন্মস্থানে মাঝে মাঝে আসি। এবার নিজ গ্রামে এসে তরুণদের আয়োজনে এমন একটি ক্রিকেট টুর্নামেন্ট দেখে খুবই ভালো লেগেছে। আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবসময় লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করবেন এতে করে শারীরিকভাবে সক্ষমতা অর্জন করার পাশাপাশি বিনোদন পাওয়া যাবে।
টুর্নামেন্টের আয়োজনের প্রধান সমন্বয়কারী স্হানীয় ইউপি সদস্য ফিরোজ আলম হিরন তরুনদের উদ্দেশ্যে বলেন, মাদককে না বলে তোমরা বেশি বেশি করে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করবা। তিনি এ টুর্নামেন্টকে সফলভাবে সম্পন্ন করার সাথে জড়িত সকলকে বিশেষভাবে ধনয়বাদ জানান।

মোট ছয় দল নিয়ে ২১ ফেব্রুয়ারী ১০ ওভারের এ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। এতে অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো জামতলী মুন্সি বাড়ী ভূইয়া টাইগার্স, জামতলী একাদশ, জামতলী মুন্সি জুনিয়রস একাদশ,

i জামতলী কাজিম উদ্দিন বেপারী বাড়ী একাদশ। ফাইনালে আব্দুল কাদের মৌলুভী সাহেবের পাটোয়ারী বাড়ী প্রথমে ব্যাটিং ৫২ রান সংগ্রহ করে, জবাবে আট উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় চ্যাম্পিয়ন দল। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন জামতলী মিজি বাড়ী একাদশের সাগর। একই দলের পলাশ ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com