সংবাদ শিরোনামঃ
পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে মোহাম্মদ নুরজ্জামানের যোগদান লক্ষ্মীপুরে কর্মী ও জনবান্ধব নেতা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুরউদ্দিন লক্ষ্মীপুরের কমলনগরে জনপ্রিয়তার শীর্ষে আ’লীগ নেতা মোঃ নিজাম উদ্দিন লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ঘোষণা শ্রেষ্ঠ ওসি মোসলেহ্ উদ্দিন,শ্রেষ্ঠ টিআই সাজ্জাদ কবির বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কর্তৃক চট্রগ্রাম উত্তর জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র আবশ্যক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকা বাসির দাবী লক্ষ্মীপুরের কৃতিসন্তান আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল ফার্মারের ৫১ তম জন্মদিনে তিনি সকলের আশির্বাদ /দোয়া প্রার্থী পশ্চিম লক্ষ্মীপুরের কবির হোসেন কে হুমকি ধমকি দেওয়ায় রুবেল পাটোয়ারী গং দের বিরুদ্ধে সাধারন ডায়রি লক্ষ্মীপুরে মোখার পরিস্থিতি অবলোকনে উপকূলীয় অঞ্চলে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ লক্ষ্মীপুরে ডাবল মার্ডার মামলায় জিহাদীকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সুপারের প্রেস  ব্রিফিং রামগঞ্জে বোনের বাল্যবিয়ের প্রতিবাদ করায় ভাই কারাগারে? রামগঞ্জে বোনের বাল্যবিয়ের প্রতিবাদ করায় ভাই কারাগারে? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে বিকাশ সরকার কে রক্তাক্ত জখম করার বিষয়ে সোহাগের বিরুদ্ধে থানায় অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে ছোট ভাইয়ের বৌকে যৌন হয়রানি করার বিরুদ্ধে ভাসুর দীপনেরৃ প্রতিবাদ লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে দীপন কর্তৃক প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী কে যৌন হয়রানির অভিযোগ
রাজধানীর গোল্ডেন গার্ল হেয়ার এন্ড বিউটি পার্লারের বিরুদ্ধে কাষ্টমারের ব্যাগ চুরির অভিযোগ

রাজধানীর গোল্ডেন গার্ল হেয়ার এন্ড বিউটি পার্লারের বিরুদ্ধে কাষ্টমারের ব্যাগ চুরির অভিযোগ

স্টাফ রিপোর্টার

রাজধানীর ১৫, ঢাকেশ্বরী রোড, লালবাগ, ঢাকায় অবস্থিত গোল্ডেন গার্ল হেয়ার এন্ড বিউটি নামক বিউটি পার্লারের বিরুদ্ধে যোগসাজশে কাষ্টমারের ব্যাগ চুরির অভিযোগ। অভিযুক্তের ভাষ্যমতে – বিগত ২৬-০৮-২০২২ ইং তারিখে বেলা আনুমানিক সকাল ৯ ঘটিকার দিকে ১৫ ঢাকেশ্বরী রোড, লালবাগ, ঢাকায় অবস্থিত গোল্ডেন গার্ল নামক বিউটি পার্লারে প্রবেশ করি। সেখানে সাজঘরে প্রবেশের আগে আমি বিল পরিশোধ করি (পে ফার্স্ট সিস্টেম) এবং আমার সিরিয়াল আসা পর্যন্ত অপেক্ষা আসনে অবস্থান করি। সাজঘরে যাওয়ার পূর্বে পার্লারের একজন কর্মী আমার ব্যাগটি তার হেফাজতে রেখে যেতে আশ্বস্ত করলে আমি তার নিকট আমার ব্যাগটি রেখে যাই। আমার ব্যাগে কিছু কাপড় ছিল এবং আরেকটি ছোটো ব্যাগ ছিল যাতে আমার জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন (যার বাজার মূল্য ৪০,০০০ টাকা), আনুমানিক ২০,০০০ ক্যাশ টাকা এবং ৬ ভরি পরিমাণ স্বর্ণ ছিল। সাজঘর থেকে বের হয়ে যখন আমি আমার ব্যাগটি খোজ করি, তখন বুঝতে পারি যে, ব্যাগটি খোয়া গেছে। কোন বিলম্ব না করে ওই কর্মীর নিকট আমার ব্যাগটির খোজ করলে সে সরাসরি তার নিকট ব্যাগটির হেফাজতের কথা অস্বীকার করে।

পরবর্তীতে চকবাজার থানায় গিয়ে অভিযোগ (জিডি নং-১৪৪১) করলে থানা থেকে এস আই মিজান ও তার টিম গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত করেন। সেখানকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী বেলা ১১.৫৪ মিনিটে আমার ব্যাগটি নিয়ে একজন বোরকা পরিহিত মহিলাকে খুব দ্রুততার সহিত চলে যেতে দেখা যায়। এখানে উল্লেখ্য যে, ওই মহিলাকে বেলা ১১.২০ মিনিটের দিকে খালি হাতে প্রবেশ করতে দেখা যায়। এলাকাবাসী জানায় এর আগেও এই পার্লারে অনেক চুরি হয়েছে এবং প্রতিনিয়ত চুরি হচ্ছে। এছাড়াও চকবাজার ও লালবাগ থানায় এই পার্লারের নামে বেশ কিছু চুরির অভিযোগ আছে। কোন এক কারণে পার্লার মালিক কাষ্টমারদের জিনিসপত্র রাখার জন্য কোন লকারের ব্যাবস্থা করেনি এবং পর্যাপ্ত সিসি ক্যামেরা (কাস্টমারদের অপেক্ষার স্থানে) রাখেনি। চুরির বিষয়টি নিয়ে তারা কোন প্রকার চিন্তিত নয়। তাছাড়াও তাদের পার্লারের ভিতরে কাস্টমারদের মালামাল নিজ দায়িত্বে রাখার জন্য লিখিত আকারে কোন নোটিশ নেই। প্রতিষ্ঠানের এমন ব্যাবহারে এলাকাবাসী এবং তদন্তকারী পুলিশ টিম সন্দেহ প্রকাশ করে এই মর্মে যে, এই ধরনের ঘটনা পার্লার কর্তৃপক্ষের যোগসাজশেই হতে পারে বা হচ্ছে।