ভি বি রায় চৌধুরী : লক্ষ্মীপুরের দালাল বাজারে শীগ্রই উদ্বোধনের অপেক্ষায় থাকা আলিফ-মীম হাসপাতালের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠািত হয়েছে। ১ এপ্রিল শনিবার বিকেলে হাসপাতালটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেনের সভাপতিত্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রায়পুর রেজিষ্টী অফিস জামে মসজিদের খতিব মাওলানা আরিফ হোসেন মিয়াজি। অনুষ্ঠানে হাসপাতালের শেয়ার হোল্ডার ও এর বিপুলসংখ্যক শুভাকাঙ্ক্ষীগন একসাথে ইফতার করেন। এসময় বক্তারা হাসপাতালটির জন্য দোয়া করে বলেন, আলিফ মীম হাসপাতালটি যেন অত্র এলাকার সাধারণ রোগীদের সেবাদানে সব সময় নিবেদিত থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর নবী চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলিপ মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন বলেন, প্রিয় উপস্থিত মুরুব্বি ও সিনিয় াই- ব্ধুগন আসসালামু আলাইকুম, আমরা অল্প সময়ের মধ্যে আমাদের আলিফ মীম হাসপাতালের পরবর্তী কার্য পরিকল্পনা ঘোষণা করতেছি। প্রিয় উপস্থিতি, অনেক জল্পনা -কল্পনা ও বাধা বিগ্ন ডিঙিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে হাসপাতাল করতে পেরেছি তার জন্য মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করছি। এ হাসপাতাল করতে গিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। যা ভবিষ্যতে চলার পথে আমাদের এক হাজার সদস্যের অনেক কাজে আসবে। আমি কথা দিচ্ছি আলিফ মীম হাসপাতালটি সুন্দর করে পরিচালনা করার লক্ষ্যে আমার শেষ রক্ত-বিন্দু দিয়ে চেষ্টা করবো। আমি অত্যান্ত আশাবাদী আগামী কোরবানি ঈদের দুইদিন আগে অথবা দুইদিন পরে আলিফ মীম হাসপাতালের শুভ উদ্বোধন হবে। আপনাদের সহযোগিতা নিয়ে আমি এ পর্যন্ত এসেছি ও আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই। তাই আলিফ মীম হাসপাতালের আরও কিছু শেয়ার দুই লক্ষ পঞ্চাশ হাজার (প্রতিটি) দরে বিক্রি করা হবে। অনেক কষ্ট করে আজকের দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।
ডা. মোঃ নুরুল আমিন জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সহিদুল ইসলাম হিরু চৌধুরী, উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, রায়পুরের কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার শাহ আলম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বড় ভাই, মহাদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, লক্ষ্মীপুর জেলা জজ আদের আইনজীবী রিাজ হোসেন, বিশিষ্ট সমাজসেবক আবদুজ জাহের মানিক, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী লোকমান পাটোয়ারী।