সংবাদ শিরোনামঃ
রায়পুর উপজেলার উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় অধ্যক্ষ মামুনের চেয়ারম্যান হওয়া প্রয়োজন লক্ষ্মীপুর জেলায় ৮ম: বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলে মোঃ এমদাদুল হক দালাল বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে কাকে ভোট দিবেন? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী কাজল খাঁনের গণজোয়ার লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন,কে হবেন চেয়ারম্যান ? বাংলাদেশ আওয়ামীলীগ ওমান সুর শাখার সহ-সাধারন সম্পাদক কামাল হোসেনের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এমপি ও মন্ত্রী হতে নয় বরং মানুষের পাশে দাঁড়াতে আ.লীগ করি, সুজিত রায় নন্দী বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই লক্ষ্মীপুরে বিনা তদবিরে পুলিশে চাকরি পেল ৪৪ নারী-পুরুষ দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ দলিল যার, জমি তার- নিশ্চিতে আইন পাস লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদ পেতেছে পবিত্র কুমার  লক্ষ্মীপুর সংরক্ষিত আসনের মহিলা সাংসদ আশ্রাফুন নেসা পারুল রায়পুরে খেজুর রস চুরির প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধরের অভিযোগ
লক্ষ্মীপুরের দালাল বাজার পুলিশ ক্যাম্প সংস্কার কাজের উদ্ভোদন করেন পুলিশ সুপার ড,কামারুজ্জাম

লক্ষ্মীপুরের দালাল বাজার পুলিশ ক্যাম্প সংস্কার কাজের উদ্ভোদন করেন পুলিশ সুপার ড,কামারুজ্জাম

ভি বি রায় চৌধুরী- লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার পুলিশ ক্যাম্প সংস্কার এবং বিট পুলিশিং মতবিনিময় ও সংস্কার কাজের অদ্য ২০ আগস্ট বিকালে শুভ উদ্ভোদন করেন পুলিশ সুপার ড,এ এইচ এম কামারুজ্জামান পিপি এম সেবা মহোদয়।

এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মহোদয়, ডিবির ওসি একে এম ফজলুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লক্ষ্মীপুর সদর থানা পরিদর্শক মোঃ আজিজুর রহমান মিঞা।


উপস্থিত এলাকার বাসির মধ্যে বক্তব্য রাখেন,৩ নং দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামারুজ্জামান

, দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউর রহমান,

ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরনবী মাস্টার, বীরমুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরজামান মাস্টার,

এডভোকেট নজরুল ইসলাম,

দৈনিক জনতার স্টাফ রিপোর্টার ভি বি রায় চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মাহমুদুল নবী সোহেল, বীরমুক্তিযোদ্ধা মনা বাকশাল, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন আরিফ,লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আফজাল হোসেন সবুজ,সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সদস্য ফয়সল কবির, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, দালাল বাজার বণিক কল্যাণ সমিতির সহসাধারণ সম্পাদক প্রদীপ সাহা, সাবের হোসেন,দালাল বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন হোসেন বাদশা,সাধারণ সম্পাদক মুরাদ হোসেন সহ প্রমুখ।
জানাযায় এই জরাজীর্ণ পুলিশ ক্যাম্পটি দীর্ঘদিন যাবৎ পরিতাক্ত হিসাবে পড়ে থাকায় পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টিতে এলে উনার অনুপ্রেরণায় ও লক্ষ্মীপুর সদর থানা পরিদর্শক মোঃ আজিজুর রহমান মিঞার তত্ত্বাবধানে,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরীর তদারকিতে, এলাকাবাসীর অর্থায়নে ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক পুলেন বড়ুয়া ও সহকারী উপপরিদর্শক মোঃ ইলিয়াস হোসেনের সার্বিক পরিচালনায় দালাল বাজার পুলিশ ক্যাম্প পুনঃ সংস্কার করা হয়।
উপস্থিত বক্তাদের বক্তব্যের সারমর্ম ছিলো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে সদ্য সংস্কার কৃত পুলিশ ক্যাম্পটিকে পুলিশ ফাঁড়িতে রুপান্তর করা হলে এলাকা বাসি বিভিন্ন ভাবে উপকৃত হবে বলে বক্তারা পুলিশ সুপার মহোদয়ের নিকট বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।
দালাল বাজার পুলিশ কেম্প সংস্কার কাজের উদ্ভোদক লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড,এএইচ এম কামারুজ্জামান পিপি এম সেবা মহোদয়

তার সমাপনী বক্তব্যে বলেন,আমি প্রথমে স্বরণ করছি যার কারনে আমি আপনারা স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছি সেই ইতিহাসের মহানায়ক জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে। তিনি আরো বলেন এলাকার জনগণকে সাথে করে আইনশৃঙ্খলা উন্নয়ন কল্পে পুলিশ বাহিনী বিভিন্ন অনিয়ম রোধে, যেমন মাদক,ইভটিজিং, চুরি ডাকাতি, শালিস বানিজ্য, জুয়া প্রতিহত কল্পে কাজ করে যাচ্ছে, এর গতিবেগবান করার লক্ষ্যে এই পুলিশ ক্যাম্পে প্রশাসনিক কর্মকর্তা আরো বৃদ্ধি করা হবে বলে তিনি ঘোষণা দেন।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com