সংবাদ শিরোনামঃ
দালাল বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে কাকে ভোট দিবেন? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী কাজল খাঁনের গণজোয়ার লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন,কে হবেন চেয়ারম্যান ? বাংলাদেশ আওয়ামীলীগ ওমান সুর শাখার সহ-সাধারন সম্পাদক কামাল হোসেনের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এমপি ও মন্ত্রী হতে নয় বরং মানুষের পাশে দাঁড়াতে আ.লীগ করি, সুজিত রায় নন্দী বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই লক্ষ্মীপুরে বিনা তদবিরে পুলিশে চাকরি পেল ৪৪ নারী-পুরুষ দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ দলিল যার, জমি তার- নিশ্চিতে আইন পাস লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদ পেতেছে পবিত্র কুমার  লক্ষ্মীপুর সংরক্ষিত আসনের মহিলা সাংসদ আশ্রাফুন নেসা পারুল রায়পুরে খেজুর রস চুরির প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধরের অভিযোগ লক্ষ্মীপুরে আলোচিত রীয়া ধর্ষণের বিষয়ে আদালতে মামলা তিনশ’ বছরের ঐতিহাসিক ‘খোয়াসাগর দিঘি’র নাম পরিবর্তনের কোন সুযোগ নেই, জেলা প্রশাসক’
ভালো নেই সুরের বরপুত্র এন্ড্রু কিশোর

ভালো নেই সুরের বরপুত্র এন্ড্রু কিশোর

  1. ভিবি নিউজ-ক্যানসার যন্ত্রণার কাতরতা ভুলে তিনি বার বার সহধর্মিণী ও চিকিৎসকদের বলছিলেন, ‘আমি দেশে যাবো, ব্যবস্থা করো যেভাবেই হোক। আমি আমার জন্মগ্রামে যাবো। আমি আমার দেশেই শেষ নিঃশ্বাস ফেলতে চাই, বিদেশে নয়। এমনকি বাংলাদেশ হাইকমিশনে নিজেই ফোন দিয়ে বলেছেন, “কালই আমার ফেরার টিকিট করে দিন। আমি জীবিত অবস্থায়ই আমার জন্মভূমিতে যেতে চাই, সেখানেই মরতে চাই। মরার পর আপনাদের ও অনেক ঝামেলা পোহাতে  হবে”।

অবশেষে মৃত্যু পরোয়ানা নিয়ে তিনি দেশে ফিরেছেন, গেছেন নিজের জন্মশহরে। সবটাই করেছেন খুব নীরবে, নিজ সিদ্ধান্তে। তবে কি তিনি বুঝতে পেরেছেন তাঁর সময় শেষ হয়ে আসছে৷তার দেশে বিদেশে অনেক অনেক ভক্ত।   তারা ভাবতেই পারে না ,ভাবতে চায় ও না।

সুরের এই রাজাধিরাজ আপনি আপনার মনোবল অটুট রাখুন,  চোখ খুলুন, কথা বলুন প্লিজ আপনাকে আবার গাইতেই হবে আপনার সেই চিরচেনা গান।  আমরা ও সুরে সুরে বলতে চাই,  ও শসাথী রে যেওনা দুরে…

উল্লেখ্য,  দেশের এই প্লেবাক প্রবাদ পুরুষ শিল্পীর গত দুদিন ধরে শারীরিক  অবনতি ঘটে  কথা বন্ধ হয়ে যায়, দেখা যায় বেশ কিছু শারীরিক জটিলতা।

আসুন আমরা এই মহান শিল্পীর দ্রুত শারীরিক সুস্থতা কামনা করি।  ফিরে আসুন সুরের এই বরপুত্র৷


এন্ড্রু কিশোর (জন্ম ৪ নভেম্বর ১৯৫৫) একজন বাংলাদেশী গায়ক।তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। যেজন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, জীবনের গল্প আছে বাকি অল্পহায়রে মানুষ রঙের ফানুসডাক দিয়াছেন দয়াল আমারেআমার সারা দেহ খেয়ো গো মাটিআমার বুকের মধ্যে খানেআমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গানভেঙেছে পিঞ্জর মেলেছে ডানাসবাই তো ভালোবাসা চায় প্রভৃতি।বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বর্তমানে তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি নামী হাসপাতালে ভর্তি আছেন।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com