লক্ষ্মীপুর কমলনগর থেকে ভাস্কর মজুমদার- রামগতি উপজেলায় সোমবার লাইসেন্স বিহীন অবৈধভাবে পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে দু’টি ইটভাটা ধ্বংস করা হয়েছে এবং ভ্র্যম্যমান আদালতের মাধ্যমে ইটভাটার মালিকদের জরিমানা আদায়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন। ৮ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার আল্লারদান ব্রিকস ও আনোয়ারা ব্রিকস নামের লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে এ অভিযান পরিচালিত হয়। এসময় ইটভাটার গুলোর চিমনি ভেঙ্গে ও পানি দিয়ে ধ্বংস করা হয়।
জানা গেছে, এতে ‘আল্লার দান ব্রিকস’ ইটভাটার মালিক পক্ষকে ১ লক্ষ টাকা ও ‘আনোয়ারা ব্রিকস’ ইটভাটার মালিকদের থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রামগতি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিটের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন বলেন, লাইসেন্স বিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ফসলী জমি ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যহত থাকবে।