সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুর জেলায় ৮ম: বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলে মোঃ এমদাদুল হক দালাল বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে কাকে ভোট দিবেন? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী কাজল খাঁনের গণজোয়ার লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন,কে হবেন চেয়ারম্যান ? বাংলাদেশ আওয়ামীলীগ ওমান সুর শাখার সহ-সাধারন সম্পাদক কামাল হোসেনের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এমপি ও মন্ত্রী হতে নয় বরং মানুষের পাশে দাঁড়াতে আ.লীগ করি, সুজিত রায় নন্দী বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই লক্ষ্মীপুরে বিনা তদবিরে পুলিশে চাকরি পেল ৪৪ নারী-পুরুষ দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ দলিল যার, জমি তার- নিশ্চিতে আইন পাস লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদ পেতেছে পবিত্র কুমার  লক্ষ্মীপুর সংরক্ষিত আসনের মহিলা সাংসদ আশ্রাফুন নেসা পারুল রায়পুরে খেজুর রস চুরির প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধরের অভিযোগ লক্ষ্মীপুরে আলোচিত রীয়া ধর্ষণের বিষয়ে আদালতে মামলা
রামগঞ্জে পুত্রসহ শিক্ষিকার উপর মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

রামগঞ্জে পুত্রসহ শিক্ষিকার উপর মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

  1. স্টাফ রিপোর্টার
    লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নের বকসীবাজার এলাকায় শালিসির কথা বলে ডেকে নিয়ে পুত্রসহ প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার উপর মারপিটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে হামলার শিকার ভুক্তভুগি মা ও ছেলে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
    এ ঘটনায় তিন নারীসহ মোট ৫ জনের বিরুদ্ধে রামগঞ্জের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা আক্তার বাদী হয়ে ২১ ডিসেম্বর রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে বিবাদীরা হলেন, ১নং- জয়নব বিবি জলি (৪৫), পিতা-শাহ জামাল এবং ২নং- শাহ জামাল (৬৫), পিতা- আজমত উল্লা, উভয় ঠিকানা- চট্রগ্রামের সীতাকুণ্ড থানার ছলিমপুর ইউনিয়ন এলাকা। ৩নং- সাহেরা বিবি নিপু (২৫), পিতা আনোয়ার হোসেন, ৪নং- হাজেরা বেগম (৫০), পিতা- আনোয়ার হোসেন ও ৫নং- রবিউল ইসলাম সজীব (৩৪), সর্ব ঠিকানা- চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতষি ইউনিয়নের কসবা এলাকা।

থানার অভিযোগ ও স্হানীয় সুত্রে জানা গেছে, রামগঞ্জ পৌর অভিরামপুর মসজিদ বাড়ী এলাকার মৃত জহির উদ্দিন বাবরের পুত্র সাজিদ আরেফিন সাকিবের সাথে পার্শ্ববর্তী চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কসবা গ্রামের আনোয়ার হোসেনের কন্যা সাহেরা বিবি নিপুর সাথে দুইলক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ হয়। ২০১৫ সনের ১৩ ডিসেম্বর ঢাকার কোতয়ালী থানা এলাকার ২০/২৮ জনসন রোড রায়সাহেব বাজারে অবস্হিত কাজী মাওলানা মোঃ সাদেক উল্ল্যাহ ভুঁইয়ার অফিসে ৭নং বালামের ২২নং পৃষ্টায় এ বিবাহের নিবন্ধন হয়।
বাদী থানায় লিখিত অভিযোগে জানান, আমার বড় পুত্র প্রেম করে ভালোবেসে সাহেরা বিবি নিপুকে পাঁচ বছর পূর্বে নিজের সিদ্ধান্ত মতে বিয়ে করে। এ বিয়ের পর থেকে তাদের স্বামী-স্ত্রী’র মধ্যে নানান বিষয় নিয়ে সবসময় কথা কাটাকাটি ও ঝগড়া লেগেই থাকতো। পরিপেক্ষিতে গত ৮ অক্টোবর সাজিদ আরেফিন সাকিব নিজে সিদ্ধান্ত নিয়ে রাস্ট্রীয় আইন মোতাবেক তাহার স্ত্রী সাহেরা বিবি নিপুকে স্বামীর অবাদ্য ও মনের অমিল ইত্যাদি কারন উল্লেখ করিয়া তালাক নোটিশ পাঠায়। এতে করে বিবাদীরা বিভিন্ন সময় সাজিদ আরফিন সাকিবকে নানানরকম হুমকি ধমকি ও ভয়ভীতি দেয়া শুরু করে।
পরে একপর্যায়ে বিবাদীরা বিষয়টি মীমাংসা করার কথা বলে আমাদের পার্শ্ববর্তী বকসী বাজারের পশ্চিম পাশে অবস্হিত রামগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস নজরুলের বসত ঘরে আসতে বলে। এতে সরল বিশ্বাসে সোমবার বিকেলে আমি আমার পুত্র শাহাদাত হোসেন সিয়াম (২০) ও প্রতিবেশী সালমান হোসেন (২১) সহ সেখানে যাই। ঘটনাস্হলে যাওয়ার পরে সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদীরা আমাদের উপর এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মারে এবং ১নং বিবাদী জয়নব বিবি জলি আমার পরনের কাপড় ধরে টানাহ্যাঁচড়া করতে থাকিলে আমরা চিৎকার দিলে আশেপাশেের লোকজন এসে আমাদের উদ্ধার করে।
অভিযোগকারী আয়েশা আক্তার (৫২) এ প্রতিবেদককে আরো জানান, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে বিবাদীরা প্রানে মারা ও মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করার হুমকি-ধমকি দেয়ার কারনে বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।
এব্যাপারে জানতে চাইলে চন্ডীপুর ইউনিয়নের ২নং ইউপি সদস্য লিয়াকত পাইন বলেন, আমার বকসীবাজার এলাকায় এ ঘটনায় দু’পক্ষের মধ্যে একটি ঝামেলা হওয়ার খবর আমি শুনেছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জয়নব বিবি জলি জানান, সাহেরা বিবি নিপু আমার খালাতো বোন। সে সুবাদে তার উপর নির্যাতনের বিচার চাইতে আমরা রামগঞ্জের ঐ এলাকায় গিয়েছিলাম, প্রতিপক্ষরা আমাদের উপর হামলা করেছে, আমরা কারো উপর কোনো ধরনের মারপিট করিনি।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আয়শা আক্তারের অভিযোগের বিষয়টি তদন্ত প্রক্রিয়া চলছে। তদন্ত শেষ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com