ভি বি রায় চৌধুরী-
গতকাল ২৫ এপ্রিল রাতে লক্ষীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড শাঁখারীপাড়ায় বড় বাড়ির শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের গ্রীল ভেঙ্গে শীতলা প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করেছে দূর্বত্তরা।সারা বিশ্বে আতঙ্কিত মহামারী করোনাভাইরাস সঙ্কটে স্থবির হয়ে পড়া অবস্থায় এই ধরনের হিংসাত্মক কাজের নিন্দা জানানোর ভাষা ও হারিয়ে ফেলেছেন এলাকার সনাতনী ভক্ত মন্ডলিরা।
জানতে চাইলে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি লক্ষ্মীপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা বলেন, গত রাত্রে লক্ষ্মীপুর শাঁখারি পাড়ার শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে কে বা কাহারা মন্দিরে গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে শীতলা প্রতিমা ভাংচুর ও অগ্নি সংযোগ করে, পরবর্তীতে খবর পেয়ে এলাকার লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন বলে তিনি জানান।
সকালে খবর পেয়ে প্রশাসনের লোকজন এসে ঘটনাস্থল পরিদর্শন করে যান।