সংবাদ শিরোনামঃ
রায়পুর উপজেলার উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় অধ্যক্ষ মামুনের চেয়ারম্যান হওয়া প্রয়োজন লক্ষ্মীপুর জেলায় ৮ম: বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলে মোঃ এমদাদুল হক দালাল বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে কাকে ভোট দিবেন? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী কাজল খাঁনের গণজোয়ার লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন,কে হবেন চেয়ারম্যান ? বাংলাদেশ আওয়ামীলীগ ওমান সুর শাখার সহ-সাধারন সম্পাদক কামাল হোসেনের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এমপি ও মন্ত্রী হতে নয় বরং মানুষের পাশে দাঁড়াতে আ.লীগ করি, সুজিত রায় নন্দী বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই লক্ষ্মীপুরে বিনা তদবিরে পুলিশে চাকরি পেল ৪৪ নারী-পুরুষ দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ দলিল যার, জমি তার- নিশ্চিতে আইন পাস লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদ পেতেছে পবিত্র কুমার  লক্ষ্মীপুর সংরক্ষিত আসনের মহিলা সাংসদ আশ্রাফুন নেসা পারুল রায়পুরে খেজুর রস চুরির প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধরের অভিযোগ
রায়পুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডে ঢেঁড়স মার্কার গণজোয়ার

রায়পুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডে ঢেঁড়স মার্কার গণজোয়ার

লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী: প্রতীক বরাদ্দের পর থেকে লক্ষ্মীপুরের রায়পুর পৌর নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। এতে ৬ জন মেয়র প্রার্থীদের পাশাপাশি নয়টি ওয়ার্ডে ৫৭ জন কাউন্সিলর প্রার্থীরাও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, ২০ ফেব্রুয়ারি শনিবার সকালে কাউন্সিলর প্রার্থী মোঃ ইউসুফ আলী পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকার প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় করেন। ঢেঁড়স মার্কার প্রার্থীর সাথে ছিলেন এলাকার শত শত সাধারন মানুষ। এসময় ৩নং ওয়ার্ডের ভোটাররা তাদের এলাকার দীর্ঘদিনের নানানরকম সমস্যা সমাধানের জন্য মূল্যবান ভোট ঢেঁড়স মার্কায় দেয়ার অঙ্গিকারও করছেন বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে।
৩নং ওয়ার্ডের ভোটাররা ঢেঁড়স মার্কার প্রার্থীকে আরো বলেন, অতিতে আমাদের ওয়ার্ডের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধান কল্পে দায়িত্বশীলদের ভূমিকা ছিলো ধীর গতি, সেটাকে বেগবান করার জন্য মোঃ ইউসুফ আলীকে নির্বাচিত করার জন্য ভোটারদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে ঢেঁড়স মার্কার নাম। এ নিয়ে প্রতিপক্ষরা আতঙ্কিত হয়ে ঢেঁড়স মার্কার প্রার্থীর বিরুদ্ধে নানান রকমের কূট কৌশল করছেন বলে ঐ ওয়ার্ডের কিছু ভোটারদের মুখে মুখে শোনা যায়।
এই বিষয়ে জানতে চাইলে ৩নং ওয়ার্ডের ঢেঁড়স মার্কার কাউন্সিলর প্রার্থী ইউসুফ আলী গণমাধ্যমকে বলেন, নির্বাচনে প্রতিপক্ষের সকল প্রার্থীর প্রতি সম্মান আছে, আমার প্রাথমিক প্রতিকূল অবস্থা কেটে গেছে, গত ১৬ ফেব্রুয়ারী সোমবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার হাত থেকে আমার নির্বাচনী প্রতিক ঢেঁড়স মার্কা পেয়েছি। সন্ধ্যার মধ্যেই নির্বাচনী প্রতিক নিয়ে নিজ এলাকায় এলে প্রতিপক্ষের সকল রটানো ঘটনা মিথ্যা প্রমানিত হয়েছে, অর্থাৎ প্রাথমিকভাবে আমি জয়ী হয়েছি। আসছে ২৮ ফেব্রুয়ারী আমার ৩নং ওয়ার্ডের ভোটাররা ঢেঁড়স মার্কা প্রতিকে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

আরো জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ওয়ার্ডে জমে উঠেছে ভোটের পূর্ণ আমেজ। প্রার্থীদের দৌড়ঝাঁপের যেন শেষ নেই। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরছেন প্রার্থীরা। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। রঙ বে-রঙের গানের সঙ্গে তাল মিলিয়ে মন মাতানো ছন্দে মাতিয়ে রাখছে পুরো এলাকা। ফলে পৌর এলাকার সর্বত্রই মাইকিংসহ বাহারি প্রচারণায় মুখরিত।
প্রচারে প্রার্থীদের পক্ষে গণসংযোগ আর মিছিল, মিটিং আর মাইকিং অংশ নিচ্ছেন ভোটার আর তাদের কর্মী- সমর্থকরাও। এখন পর্যন্ত রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে সামান্য আচরণবিধি লঙ্ঘনের ঘটনার খবর পাওয়া গেলেও নির্বাচনের সার্বিক পরিবেশও বলা যায় অনেকটা সুষ্ঠু রয়েছে।

উল্যেখ্য, লক্ষীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে ঋন খেলাপির দায়ে জেলা রিটার্নিং কর্মকর্তা কর্ত্ক বাতিলকৃত তিনটি মনোনয়নের বৃহস্পতিবার বৈধতা দিয়েছে মহামান্য হাইকোর্টের একটা বেঞ্চ। ১১ ফেব্রুয়ারী বুধবার ঐ বেঞ্চে দিনের শুনানী হওয়া ক্রমিকের ৮নং সিরিয়ালের আহছান উল্যা মাল (কাউন্সিলর প্রার্থী), ৯নং সিরিয়ালের মোঃ ইউসুফ (কাউন্সিলর প্রার্থী) ১০নং সিরিয়ালের মোঃ মাসুদ উদ্দিন (মেয়র প্রার্থী)। হাইকোর্টের মামনীয় বিচারপতি Md. Khasruzzaman এবং Md. Mahmud Hassan Talukder এর দ্বৈত বেঞ্চে এ আদেশ দেন।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com