সংবাদ শিরোনামঃ
রায়পুর উপজেলার উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় অধ্যক্ষ মামুনের চেয়ারম্যান হওয়া প্রয়োজন লক্ষ্মীপুর জেলায় ৮ম: বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলে মোঃ এমদাদুল হক দালাল বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে কাকে ভোট দিবেন? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী কাজল খাঁনের গণজোয়ার লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন,কে হবেন চেয়ারম্যান ? বাংলাদেশ আওয়ামীলীগ ওমান সুর শাখার সহ-সাধারন সম্পাদক কামাল হোসেনের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এমপি ও মন্ত্রী হতে নয় বরং মানুষের পাশে দাঁড়াতে আ.লীগ করি, সুজিত রায় নন্দী বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই লক্ষ্মীপুরে বিনা তদবিরে পুলিশে চাকরি পেল ৪৪ নারী-পুরুষ দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ দলিল যার, জমি তার- নিশ্চিতে আইন পাস লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদ পেতেছে পবিত্র কুমার  লক্ষ্মীপুর সংরক্ষিত আসনের মহিলা সাংসদ আশ্রাফুন নেসা পারুল রায়পুরে খেজুর রস চুরির প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধরের অভিযোগ
রামগঞ্জে ২নং ওয়ার্ডে ডালিম ও উটপাখি প্রতিক প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

রামগঞ্জে ২নং ওয়ার্ডে ডালিম ও উটপাখি প্রতিক প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

ভিবি নিউজ ডেস্কঃ
আগামী ৩০ জানুয়ারি লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় অনুষ্ঠব্য নির্বাচনে ২নং ওয়ার্ডে ডালিম ও উটপাখি প্রতিক প্রার্থীদের পক্ষে বুধবার বেপরোয়া শোডাউন করার খবর পাওয়া গেছে। ২৭ জানুয়ারী বিকেলে কাউন্সিলর পদে ডালিম মার্কার মোঃ খালেদ পাটোয়ারি (বাদশা) এবং উটপাখি প্রতিকের কামাল হোসেনের পক্ষে নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করে মটর সাইকেল ও পিক আপ ব্যবহার করার অভিযোগ করেছেন একই ওয়ার্ডের ব্লাকবোর্ড মার্কার প্রতিদন্ধী প্রার্থী আবু সুফিয়ান।
জানা যায়, বাঁশঘর, মধুপুর ও কমরদিয়া এলাকার অংশ নিয়ে ২নং ওয়ার্ডে ডালিম প্রতিকের কাউন্সিল প্রার্থী মোঃ খালেদ পাটোয়ারি (বাদশা) বুধবার বিকেল প্রায় দুই ঘন্টাব্যাপী পঞ্চাশটির মত মোটর সাইকেল নিয়ে বাঁশঘর প্রাইমারি স্কুল থেকে শুরু করে উত্তর বাঁশঘর, পূর্ব বাঁশঘর, কমরদিয়া, মধুপুর হয়ে আবার বাঁশঘর প্রাইমারি স্কুলের সামনে এসে শেষ করে। একই সময়ে উটপাখি মার্কার প্রার্থী কামাল হোসেন পিক আপ করে বৃহৎ আকারের সাউন্ড বক্সের মাধ্যমে শব্দ দুষন করে ২নং ওয়ার্ডস্হ পুরো এলাকায় বেপরোয়া শোডাউন করে।
স্হানীয় একাধিক এলাকাবাসী জানান, এভাবে মোটর সাইকেল, পিক আপ গাড়ী ও বিকট আওয়াজের সাউন্ড বক্স এবং মাইকিংয়ের মাধ্যমে শোডাউনের কারনে এলাকায় এক ধরনে আতংক বিরাজ করছে।
একই ওয়ার্ডের ব্লাকবোর্ড মার্কার কাউন্সিল প্রার্থী আবু সুফিয়ান ভুঁইয়া বলেন, আমার প্রতিদন্ধী ডালিম মার্কার প্রার্থী মোঃ খালেদ পাটোয়ারি (বাদশা) মটর সাইকেল দিয়ে ও উটপাখি মার্কার প্রার্থী কামাল হোসেন পিক আপ করে বিকট আওয়াজের সাউন্ড সিস্টেম করে শোডাউন করায় এলাকার ভোটারদের মধ্যে ক্ষোভ বিড়াজ করছে।

মটর সাইকেলে শেডাউন করে আচারণ বিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে ডালিম মার্কার প্রার্থী মোঃ খালেদ পাটোয়ারি (বাদশা) বলেন, অন্যান্য প্রার্থীরা যেভাবে প্রচার-প্রচারণা করেছে আমিও সেভাবে করেছি।
এদিকে উটপাখি মার্কার প্রার্থী কামাল হোসেন পিকআপ করে বিকট আওয়াজ করে আচারণ বিধি লঙ্ঘনের বিষয়ে বক্তব্যে বলেন ভুল হয়ে গেছে।

জানা গেছে, এ নির্বাচনে অতীতের তুলনায় এবার প্রার্থীর সংখ্যা বেশী। মেয়র পদে ৪ জন প্রার্থীর মধ্যে নৌকার প্রচারণা গণসংযোগ ব্যতিত অন্য কাহারো গণসংযোগ দেখা যাচ্ছে না।
কাউন্সিলর ও সংরক্ষিত পদে মোট ৬৫ জন প্রার্থী মাঠে ময়দানে গণসংযোগ ব্যস্ত। তবে প্রতিটি ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর ও সংরক্ষিত পদে একজন প্রার্থী থাকলেও আওয়ামীলীগের সমর্থিত প্রার্থীর সংখ্যা বেশী।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com