সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুর জেলায় ৮ম: বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলে মোঃ এমদাদুল হক দালাল বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে কাকে ভোট দিবেন? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী কাজল খাঁনের গণজোয়ার লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন,কে হবেন চেয়ারম্যান ? বাংলাদেশ আওয়ামীলীগ ওমান সুর শাখার সহ-সাধারন সম্পাদক কামাল হোসেনের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এমপি ও মন্ত্রী হতে নয় বরং মানুষের পাশে দাঁড়াতে আ.লীগ করি, সুজিত রায় নন্দী বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই লক্ষ্মীপুরে বিনা তদবিরে পুলিশে চাকরি পেল ৪৪ নারী-পুরুষ দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ দলিল যার, জমি তার- নিশ্চিতে আইন পাস লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদ পেতেছে পবিত্র কুমার  লক্ষ্মীপুর সংরক্ষিত আসনের মহিলা সাংসদ আশ্রাফুন নেসা পারুল রায়পুরে খেজুর রস চুরির প্রতিবাদ করায় বৃদ্ধকে মারধরের অভিযোগ লক্ষ্মীপুরে আলোচিত রীয়া ধর্ষণের বিষয়ে আদালতে মামলা
লক্ষ্মীপুরের দালাল বাজারে আলিফ -মীম হাসপাতালের উদ্ধোধন ?

লক্ষ্মীপুরের দালাল বাজারে আলিফ -মীম হাসপাতালের উদ্ধোধন ?

মিজানুর শামিমঃ

লক্ষ্মীপুরের দালালবাজারে একটি বেসরকারি হাসপাতাল উদ্ধোধন লক্ষ্যে বৃহস্পতিবার এক আলোচনা অনুষ্ঠান হয়। ১২ নভেম্বর সকাল দশটায় সদর উপজেলার উপশহর দালাল বাজারের পশ্চিম মাথা তেমুহনী সংলগ্ন আলিফ-মীম টাওয়ারে “আলিফ-মীম হাসপাতাল প্রাঃ লিঃ” নামে হাসপাতালটি চালুর অপেক্ষায় রয়েছে।

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলোয়াত করেন- কাব হোসেন আদিব।

জানা যায়, আগামী ১ জানুয়ারী সম্ভাব্য ৫০ বেডের এ হাসপাতালে সকল ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান এর ব্যবস্হাপনা পরিচালক আমির হোসেন।

এতে দক্ষিণ হামছাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী।

দালাল বাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইফতেখার আরিপের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, দালাল বাজার ডিগ্রি কলেজের প্রিন্সিপাল শাহ আলম, দালাল বাজার কলেজের শিক্ষক- রেজাউল করিম, সাবেক মৎস্য কর্মকর্তা- রুহুল আমিন মিয়া, চিকিৎসক- মহিউদ্দিন (রামগঞ্জ), নন্দনপুর দাখিল মাদ্রাসার সুপারইনটেন্ডেন্ট মাওলানা আতিকুর রহমান, সমাজ সেবক- আজাদ কবির রানু, সমাজ সেবক ও রাজনীতিবিদ- একেএম ফরিদউদ্দিন, জেলা পরিষদ সদস্য- সাখাওয়াত হোসেন আরিফ, দালাল বাজার ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট সমিতির সাধারণ সম্পাদক ও পল্লি চিকিৎসক- গোবিন্দ অধিকারী, সমাজ সেবক- আবদুর রহমান, দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবলীগ নেতা- নিজামউদ্দিন রনি, সমাজ সেবক- তাজুল মোল্লা, মহাদেবপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার- মিজানুর রহমান,

উপস্হিত ছিলেন, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা- আবুল খায়ের, লক্ষ্মীপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক- সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যান সংস্হার সভাপতি ও দৈনিক জনতার স্টাফ রিপোর্টার ভাস্কর বসু রায় চৌধুরী, সবুজ জমিন সম্পাদক- আফজাল হোসেন সবুজ, বাংলার মুকুলের বার্তা সম্পাদক- মিজানুর শামীম, সাংবাদিক- কামাল মাস্টার, সাংবাদিক মুজাহিদ, আমজাদ হোসেন, দালালবাজার ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক- অপু চৌধুরী, ছাত্রদল নেতা- আবদুর রহমানসহ এলাকার বিপুল সংখ্যক সাধারন জনগণ।

আলিফ-মীম হাসপাতালের প্রধান উপদেষ্টা হিসেবে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা- নুরনবী চৌধুরী। উপদেষ্টা মন্ডলীর সদস্য থাকছেন বিশিষ্ট সমাজ সেবক- সৈয়দ আবুল কাশেম, দক্ষিণ হামছাদি ইউপি চেয়ারম্যান- মীর শাহআলম, রসুলগঞ্জ ইউপি চেয়ারম্যান- কবির পাটোয়ারী, সমাজ সেবক- মোঃ তোহা মিঞা, দালাল বাজার ইউপি চেয়ারম্যান- কামরুজ্জামান সোহেল, উত্তর হামছাদি ইউপি চেয়ারম্যান- এমরান হোসেন নান্নু, সমাজসেবক- রাধারমন বৈষ্ণব, বিশিষ্ট ব্যবসায়ী- আলহাজ্ব লোকমান পাটোয়ারী, সমাজসেবক- রুহুল আমিন, সমাজসেবক ও রাজনীতিবিদ- একেএম ফরিদ।

অনুষ্ঠান শেষে উপস্থিত থাকার জন্য সকলকে শুভেচ্ছা জানিয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আমির হোসেন বলেন, আলিফ-মীম হাসপাতালের মালিকানার ৫০,০০০/- টাকা (প্রতিটি) করে শেয়ার বিক্রি চলছে। প্রায় এক হাজার শেয়ার ছাড়া হবে। এক নামে দশটির বেশি শেয়ার বিক্রি করা হবে না।
তিনি আরো বলেন, আশাকরি সকলের যথাযথ সহযোগিতা নিয়ে আলিফ-মীম হাসপাতালটিকে একটি উন্নত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারবো।⇔


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com