লক্ষ্মীপুরে ভার্চুয়াল কোর্ট বন্ধ করে স্বাভাবিক কার্যক্রম চালুর দাবিতে আইনজীবিদের মানববন্ধন

মিজানুর শামীম: লক্ষ্মীপুরে ভার্চুয়াল কোর্ট বন্ধ করে সম্পূর্ণ স্বাভাবিকভাবে পূর্বের মত আদালতের কার্যক্রম চালুর দাবিতে আজ ১ জুলাই স্হানীয় আইনজীবিরা মানববন্ধন করে। বুধবার সকাল ১১ টায় জেলা আদালত ভবন এলাকায় লক্ষ্মীপুর জেলা আইনজীবি সমিতির বেশিরভাগ সদস্যগন এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।

এতে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে গত তিনমাস ধরে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ আছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশনায় ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হলেও লজেস্টিক সাপোর্টসহ নানাবিধি সমস্যার কারণে তা পরিচালনা করা দুরূহ হয়ে দাড়িয়েছে।
ফলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন সাধারন মানুষ। এমনকি তাদের জামিনে মুক্তি পাওয়ার ব্যাপারে মানবাধিকারও লংঘিত হচ্ছে। নেতৃবৃন্দ এই অবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করে পূর্বের মত স্বাভাবিকভাবে আদালতের সকল কার্যক্রম শুরুর দাবি জানান।
জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আরো বলেন, আগামীতে আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু না হলে আদালত বর্জনসহ বড় ধরণের আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবেন আইনজীবীরা। এ মানববন্ধনে লক্ষ্মীপুর জেলা আইনজীবি সমিতির প্রায় সকল সদস্য উপস্হিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *