সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
লক্ষ্মীপুরে ভার্চুয়াল কোর্ট বন্ধ করে স্বাভাবিক কার্যক্রম চালুর দাবিতে আইনজীবিদের মানববন্ধন

লক্ষ্মীপুরে ভার্চুয়াল কোর্ট বন্ধ করে স্বাভাবিক কার্যক্রম চালুর দাবিতে আইনজীবিদের মানববন্ধন

মিজানুর শামীম: লক্ষ্মীপুরে ভার্চুয়াল কোর্ট বন্ধ করে সম্পূর্ণ স্বাভাবিকভাবে পূর্বের মত আদালতের কার্যক্রম চালুর দাবিতে আজ ১ জুলাই স্হানীয় আইনজীবিরা মানববন্ধন করে। বুধবার সকাল ১১ টায় জেলা আদালত ভবন এলাকায় লক্ষ্মীপুর জেলা আইনজীবি সমিতির বেশিরভাগ সদস্যগন এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।

এতে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে গত তিনমাস ধরে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ আছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশনায় ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হলেও লজেস্টিক সাপোর্টসহ নানাবিধি সমস্যার কারণে তা পরিচালনা করা দুরূহ হয়ে দাড়িয়েছে।
ফলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন সাধারন মানুষ। এমনকি তাদের জামিনে মুক্তি পাওয়ার ব্যাপারে মানবাধিকারও লংঘিত হচ্ছে। নেতৃবৃন্দ এই অবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করে পূর্বের মত স্বাভাবিকভাবে আদালতের সকল কার্যক্রম শুরুর দাবি জানান।
জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আরো বলেন, আগামীতে আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু না হলে আদালত বর্জনসহ বড় ধরণের আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবেন আইনজীবীরা। এ মানববন্ধনে লক্ষ্মীপুর জেলা আইনজীবি সমিতির প্রায় সকল সদস্য উপস্হিত ছিলেন।