মানুষের কল্যাণে কাজ করাই আওয়ামী লীগের ঐতিহ্য

ভিবি নিউজ-যে কোন দুর্যোগ এবং দুর্বিপাকে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করাই আওয়ামী লীগের ঐতিহ্য বলে দাবি করেছেন দলটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী । ২০-জুলাই ২০২০ ইং মুঠো ফোনে ভিবি নিউজের সঙ্গে আলাপ কালে তিনি এসব কথা বলেন। সুজিত রায় নন্দী বলেন পতিষ্ঠা লগ্নে থেকেই আওয়ামীলীগ দেশ ও জাতির মঙ্গলের জন্য করে যাচ্ছে। যে কোনও দুর্যোগে সরকারের পাশা পাশি দলীয় ভাবে আওয়ামীলীগ মানুষ কে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছে আওয়ামীলীগ। দেশের প্রতিটি অর্জনের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িয়ে রয়েছে। সর্বাধিক স্বাধীনতা এবং উন্নয়ন বাংলাদেশ আওয়ামী লীগের অর্জন । তিনি বলেন আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে কাজ করছেন। তার কঠোর পরিশ্রম দূরদশী নেতৃত্বে রাজধানী সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোর উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে। আওয়ামীলীগের সুনাম নষ্ট করতে নানা মূখি ষড়যন্ত্র চলছে বলেও জানান আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক। আওয়ামীলীগের চেতনার বিরোধীরা কৌশলে দলে অনুপ্রবেশ করছে। এদের চিহ্নিত করে দল থেকে বের করে দেয়া হবে। অনুপ্রবেশকারীরা দল ও দেশের জন্য ক্ষতিকর ।এই বিষয়ে আমাদের সকল কে সতর্ক থাকতে হবে, আমাদের আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা রয়েছে বলে যানান তিনি। একই সাথে এই বিষয়ে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন আওয়ামীলীগের এই নেতা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্যেই দেশের ভিবিন্ন অঞ্চলে বন্য দেখা দিয়েছে ।ব্যাক্তিদের মাঝে আওয়ামী লীগ কি কি কাজ করছে জানতে চাইলে সুজিত রায় নন্দী বলেন, করোনার মাঝে বন্যায় সাধারন মানুষের চরম দুর্দিন দুর্দশা, খাদ্যাভাব ও নানা রোগ ব্যাধি দেখা দিতে পাড়ে। তাই বন্যায় যেন কোন সংকট তৈরি না হয় সে জন্য কঠোর পরিশ্রম করছেন বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশা পাশি দলীয় নেতা কর্মীদের ও অগ্রিম নিদর্শনা দিয়েছেন তিনি। নেত্রীর এমন নিদর্শনার পর চলমান করোনা মহামারী মধ্যে ও স্বাস্থ্যবিধি মেনে বন্যা কবলিত এলাকাগুলোর
প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত প্রতিটি ইউনিটের নেতা কর্মীরা। এজন্য বন্যার সার্বিক পরিস্থিতি কেন্দ্রীয় পর্যায়ে থেকে মনিটরিং করা হচ্ছে।

তিনি আরও বলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতিটি নেতা কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে রয়েছে। বন্যাতদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছে দিচ্ছেন শুধু করোনা ও বন্যা নয়, এর আগে ও খরা জলোচ্ছাস, ঘূণি ঝড়, ভূমিকম্প, পাহার ধস, ও নদী ভাঙনে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে দেশবাসীর পাশে ছিলো। প্রাকৃতিক দুর্যোগে বিরোধী রাজনৈতিক দল গুলোর ভুমিকা নিয়ে সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের অনেক নেতা মৃত্যু বরন করেছেন।অথচ বিএনপি-জামাতসহ সরকার বিরোধী রাজনৈতিক দল গুলো দেশের যে কোনও দুর্যোগ ও দুর্বিপাকে দেশের মানুষের পাশে থাকেনি। বরং তারা বার বার আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা ব্যস্ত থাকছেন। সরকার ও আওয়ামী লীগের সমালোচনা বন্ধ রেখে রাজনৈতিক দলগুলো কে করোনা ও বন্যাতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সুজিত রায় নন্দী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *