ভিবি নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশ ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ ১ম দিন” ১৭ ডিসেম্বর ২০২১ অনুষ্ঠিত।
বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় লক্ষ্মীপুর জেলার প্রার্থীদের নিয়োগ বোর্ডের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।
জানাযায় ১৭ ডিসেম্বর ২০২১ ইং তারিখে বাংলাদেশ পুলিশ ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ৮.০০ ঘটিকা হইতে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে প্রিলিমিনারি স্ক্রিনিং এ লক্ষ্মীপুর জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিন কার্যক্রম ) পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পুলিশ সুপার, লক্ষ্মীপুর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা শেষে প্রার্থীদের পরবর্তী ইভেন্ট এর জন্য প্রস্তুতিসহ আগামীকাল ১৮ ডিসেম্বর সকাল ৭.০০ ঘটিকায় Physical Endurance Test (PET)- ২য় দিনের ইভেন্ট (দৌড়, লং জাম্প, হাই জাম্প) এর জন্য চট্টগ্রাম পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।