ভিবি নিউজ ডেস্ক: পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে অদ্য ১ জুন ২০২৩ ইং লক্ষ্মীপুরের সদর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরজ্জামান মহোদয়ের যোগদান করার খবর পাওয়া যায়।
জানা যায় দীর্ঘ১৪ বছর ৭ মাস রাজবাড়ী, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলায় মাঠ প্রশাসনের বিভিন্ন পদে কাজ করে তিনি আজ ১ জুন পরিকল্পনা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগদান করেন।
মুঠোফোনে তাঁর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,ব্যাপক পরিসরে জনগণের খেদমত করার সুযোগ হয়েছে। যেন আমৃত্যু পূর্বের ন্যায় জনগণের খেদমত করতে পারেন, তরজন্য সকলের নিকট তিনি দোয়া চেয়েছেন।