সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান পবিত্র ঈদে মিলাদুন্নবী স্বরণে মেহেদী হাসান রাসেলের কুরআন ও হাদিসের আলোকে উপস্থাপন  লক্ষ্মীপুরে নতুন পুলিশ সুপার আকতার হোসেন লক্ষ্মীপুরে যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ জনগনের সুস্বাস্থ্যের জন্য চাই নিরাপদ খাদ্য রায়পুরে  সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন বিএনপির মাধ্যমে পানিবন্ধীদের ত্রান বিতরন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “ লক্ষ্মীপুরে কলেজ অধ্যক্ষের অপসারণ চেয়ে শিক্ষক- কর্মচারীদের বিক্ষোভ বাংলাদেশের মুমূর্ষু শিশু শুভমকে নতুন জীবন দিয়েছেন ভারতের ডাঃ সঞ্জীব দেববর্মণ কোটা আন্দোলনে মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত
দৈনিক জনতার সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক রাজধানীতে পুলিশের নির্যাতনের শিকার

দৈনিক জনতার সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক রাজধানীতে পুলিশের নির্যাতনের শিকার

ভিবি নিউজ ডেস্ক:

রাজধানীর পল্টনে পুলিশের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন দৈনিক জনতার সহ-সম্পাদক মুহাম্মদ আব্দুর রাজ্জাক। গত বুধবার ২৪ অগাস্ট ২০২২ ইং রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নির্যাতিত সাংবাদিক এ ঘটনায় বৃহস্পতিবার মহা-পুলিশ পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি পুলিশ সদর দপ্তরের আইজিপি’স কমপ্লেইন সেল গ্রহণ করেছে। সিরিয়াল নম্বর ৯৯০, তারিখ ২৫/৮/২০২২।
লিখিত অভিযোগে বলা হয়, গত বুধবার রাত ১০টার দিকে নিজ কর্মস্থল দৈনিক জনতা অফিস থেকে কাজ শেষে বাসায় যাওয়ার সময় পল্টন মোড় অতিক্রম করার পর আবদুর রাজ্জাক দেখতে পান, সাধারণ পোশাক পরা কয়েকজন লোক জনৈক ব্যক্তিকে লাঠি দিয়ে উপর্যুপরি পেটাচ্ছেন। এ দৃশ্য সাংবাদিক রাজ্জাক তার মুঠোফোনে ধারণ করেন। এর পর দেখা যায়, ইউনিফর্ম পরা পুলিশ সদস্যরাও লোকটিকে পেটাচ্ছেন। চিত্রধারণের বিষয়টি দেখতে পেয়ে সাধারণ পোশাকের একজন রাজ্জাকের পরিচয় জানতে চান। মুহাম্মদ রাজ্জাক সাংবাদিক পরিচয় দেয়ার পর নানান বাজে মন্তব্য ও গালিগালাজ শুরু করেন তারা। এরপর তারা রাজ্জাকের মোবাইল ফোন নিয়ে যায়। একপর্যায়ে তাকেও লাঠি দিয়ে পেটাতে থাকেন। এসময় লাথি, ঘুষি দিয়ে রাস্তায় ফেলে দেয়া হয়। মারধরের সময় রাজ্জাকের পকেটে থাকা মানিব্যাগ ও চোখের চশমা হারিয়ে যায়। একপর্যায়ে তাকে থানায় নিয়ে হাজতে রাখার ভয় দেখিয়ে দ্রুত সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়।
রাজ্জাক বলেন, ঘটনাস্থলে সাধারণ পোশাকে যারা ছিলেন তারা সবাই পুলিশের সদস্য। তারা অন্যায়ভাবে একজন সাধারণ মানুষকে রাস্তার উপর ফেলে মারছিলেন। এ দৃশ্য আমি মুঠোফোনে ধারণ করার পর আমাকেও উপর্যুপরি পেটাতে থাকে। আমাকে পিটিয়ে রাস্তায় ফেলে কিল ঘুষি ও লাথি মেড়ে আমার পকেটে থাকা মানিব্যাগ নিয়ে আমাকে হাজতের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তিনি জানান, অভিযোগের অনুলিপি আগামীকাল ডিএমপির পুলিশ কমিশনার ও মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনারকে দেয়া হবে।