সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে স্কুল শিক্ষক ও শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, শিক্ষিকার স্বামীর অভিযোগ লক্ষ্মীপুর ২ আসনের মানবিক এমপি নুরউদ্দিন আলিফ মীম হাসপাতালের শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতি ডা: জাকির হোসেন উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ না নিতে এমপি আনোয়ার খাঁনকে চিঠি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট রহমত উল্যাহ বিপ্লবের কিছু কথা লক্ষ্মীপুরের কৃতিসন্তান আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল ফার্মারের  জন্মদিনে তিনি সকলের আশির্বাদ /দোয়া প্রার্থী লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউপি নির্বাচনে মীর শাহআলম চেয়ারম্যান নির্বাচিত
ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, হাইব্রিড নয়; সুজিত রায় নন্দী

ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, হাইব্রিড নয়; সুজিত রায় নন্দী

স্টাফ রিপোর্টার-  আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি। তারা অভিমানী হয়- কিন্তু বেইমান হয় না। তৃণমূল কখনও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। তৃণমূল যুগে-যুগে, কালে-কালে ইতিহাস সৃষ্টি করেছে। নেত্রীর মুক্তি আন্দোলনে তৃণমূল রুখে দাঁড়িয়েছে। হাই ব্রিড, কাউয়া, আগাছা ও যারা সুদিনের মধু খেয়ে চলে যায়- এদের চিরতরে উপড়ে ফেলে দিতে হবে এবং ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। সংগঠনের জন্য ত্যাগীদের যে শ্রম, সেই শ্রমের মূল্যায়ন করতে হবে এবং সম্মান করতে হবে।

২০ ডিসেম্বর রবিবার রাজধানীর ডেমরার ডগাইর রুস্তম আলী স্কুল মাঠে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৬৬নং ওয়ার্ডের আওতাধীন ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি মিজবাহুর রহমান ভূইয়া রতন ও শরফুদ্দীন আহমেদ সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহি, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ৬৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট প্রস্তুতি কমিটির আহবায়ক শাহাবুদ্দিন ও সদস্য সচিব হানিফ তালুকদার। সম্মেলনে উদ্বোধন করেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবির।

আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে আরও শক্তিশালী করতে হবে জানিয়ে সুজিত রায় নন্দী বলেন, আজ বাংলাদেশে যা কিছু অর্জন হয়েছে- সব কিছুই আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। এই উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য তৃণমূল আওয়ামী লীগকে সব সময় ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে- সংগঠন শক্তিশালী না হলে আমাদের অস্তিত্ব থাকবে না। সংগঠন শক্তিশালী হলে সরকার শক্তিশালী হবে।

রাজনীতিই হচ্ছে সব থেকে বড় ত্যাগ উল্লেখ্য করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বলেন- আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আজ আকাশচুম্বী। কিন্তু আমাদের জনপ্রিয়তা নেই। আজ কেন আমাদের জনপ্রিয়তা নেই- তার কারণ খুঁজতে হবে। তিনি আরও বলেন- আমাদের জনপ্রিয়তা না থাকার কারণ- আমরা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করি না। যারা সংগঠনের অভ্যন্তরে থেকে সংগঠনকে আঘাত করতে চায়, ওই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসবাজ, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, আশ্রয়-প্রশ্রায় দেয়া যাবে না। ওরা সমাজের শত্রু, মানবতার শত্রু, দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, আওয়ামী লীগের শত্রু। আর মনে রাখতে হবে- শুধু সম্মেলন আর নির্বাচন নয়- ১২ মাস তৃণমূলের কর্মীদের খোঁজখবর রাখতে হবে। তাদের বিপদে-আপদে, সুখে-দুঃখে পাশে থাকতে হবে। ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে হবে।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com