কোভিড ১৯ উপসর্গ প্রশমনের ওষুধ রেমডিসিভির স্বাস্থ্যমন্ত্রীর হাতে

স্টাফ রিপোর্টার⊆
বাংলাদেশে তৈরি করোনাভাইরাসের উপসর্গ প্রশমনের ওষুধ রেমডিসিভিরের প্রথম নমুনা হাতে পেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে বেঙ্মিকো ফার্মাসিটিউক্যালসের কর্মকর্তারা পরীক্ষামূলকভাবে তৈরি ওষুধটি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে তুলে দেন। পরে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, রেমডিসিভির আমেরিকাতে কেবল ইমারজেন্সি রোগীদের

জন্যই ব্যবহার করা হচ্ছে। বেঙ্মিকো ওষুধটি আমাদের অঞ্চলে তৈরি করতে পেরেছে। ওষুধটি দেওয়া হবে মুমূর্ষু ও ঝুঁকিপূর্ণ রোগীদের। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এঙ্পার্ট ও ডাক্তাররা। আশা করি মানুষ উপকার পাবে, হয়ত জীবন রক্ষা পাবে। জেনেরিক রেমডিসিভির ?ওষুধটির ব্র্যান্ড নাম বেঙ্মিকো রেখেছে ‘বেমসিভির’। ১০০ মিলিগ্রাম রেমসিডিভির আইভি ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হবে। নিউমোনিয়ার মতো উপসর্গসহ নতুন করোনাভাইরাসে নিরাময়ে কার্যকর কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি। তবে উপসর্গ নিরাময়ে প্রচলিত কিছু ওষুধ ব্যবহার হচ্ছে বিভিন্ন দেশে। এগুলোর মধ্যে হাইড্রোঙ্েিক্লারোকুইন, ফ্যাভিপিরাভির ও রেমডেসিভির পরীক্ষামূলকভাবে তৈরি করতে স্কয়ার ফার্মা, এসকেএফ, বীকন, বেঙ্মিকো, জিসকা ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস সরকারের অনুমতি পেয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব ওষুধই কিছু না কিছু কাজ করে। তবে কোনো ওষুধই শতভাগ কাজ করে না। ডাক্তাররা তাদের প্রটোকলে কিছু ওষুধ নিয়েছেন। আশা করি, এ ওষুধটাও তারা নিয়ে যাবেন। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, বেঙ্মিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন সেখানে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *