সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউপি নির্বাচনে এডভোকেট নজরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত অনিয়মে চাকরিচ্যুত হবেন কর্মকর্তারা, ফেক্ট- উপজেলা পরিষদ নির্বাচন লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ অধ্যক্ষ পুরস্কার নিয়ে বির্তক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লক্ষ্মীপুর -১ আসনের ড, আনোয়ার খান এম পির বড় ভাই আখতার খান রায়পুর উপজেলার উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় অধ্যক্ষ মামুনের চেয়ারম্যান হওয়া প্রয়োজন লক্ষ্মীপুর জেলায় ৮ম: বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলে মোঃ এমদাদুল হক দালাল বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে কাকে ভোট দিবেন? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী কাজল খাঁনের গণজোয়ার লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন,কে হবেন চেয়ারম্যান ? বাংলাদেশ আওয়ামীলীগ ওমান সুর শাখার সহ-সাধারন সম্পাদক কামাল হোসেনের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এমপি ও মন্ত্রী হতে নয় বরং মানুষের পাশে দাঁড়াতে আ.লীগ করি, সুজিত রায় নন্দী বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই লক্ষ্মীপুরে বিনা তদবিরে পুলিশে চাকরি পেল ৪৪ নারী-পুরুষ দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ
রায়পুরে পূর্ব শত্রুতার জেরে শ্রমিকের উপর হামলা

রায়পুরে পূর্ব শত্রুতার জেরে শ্রমিকের উপর হামলা

রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি ঃ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের চরবিগম গ্রামে পূর্ব শত্রুরতার জের ধরে কবির হোসেন নামে এক ইমারত নির্মাণ শ্রমিক কে তুলে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এসময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকি ও দেয় বলে জানান কবির হোসেন। এ বিষয়ে রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কবির হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়, ১১ ডিসেম্বর (রবিবার ) সন্ধ্যা ৬টায়
চরবিগম গ্রামের জাহাঙ্গীরের দোকানের সামনে থেকে অভিযুক্তরা তুলে নিয়ে যায়। অভিযুক্তরা হলো সিরাজ উল্যাহর ছেলে সজিব(২৫), সেলিমের ছেলে সাকিল(২৮) ও তারেক (২২), হাবিবের ছেলে নাঈম (৩০), মনিরের ছেলে মামুন ও হাবিব। তারা সংঘবদ্ধ হয়ে পূর্বপরিকল্পিত ভাবে কবির হোসেন কে তুলে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে পেলে যায়। এসময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে কবির হোসেন জানান, আমি মাগরিবের নামাজ পড়তে জাহাঙ্গীরের দোকানের সামনে মসজিদে আসি, তখন ক্রোশিগো ব্রিজের উপর থেকে অপহরণকারীরা আমাকে মুখ, হাত বেঁধে লাল মিয়া মিজি বাড়ির সামনে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা আমাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তারেক আমাকে হত্যার হুমকি দেয়৷ আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে হামলাকারী হাবিব ও নাঈম বলেন , একটি সাইকেল কে কেন্দ্র করে মূলত এ ঘটনার সূত্রপাত হয় , কবির কে মারধরের পূর্বে আমার ভাগিনা তারেককে এর পূর্বে কবিরের উস্কানিতে তার ভাই জসিম পিটাইছে , তারই শত্রুতার জেরে গতকালের ঘটনা ঘটেছে ৷

তবে এবিষয়ে তারেক সাংবাদিকের কাছে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া জানান লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com