সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউপি নির্বাচনে মীর শাহআলম চেয়ারম্যান নির্বাচিত লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউপি নির্বাচনে এডভোকেট নজরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত অনিয়মে চাকরিচ্যুত হবেন কর্মকর্তারা, ফেক্ট- উপজেলা পরিষদ নির্বাচন লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ অধ্যক্ষ পুরস্কার নিয়ে বির্তক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লক্ষ্মীপুর -১ আসনের ড, আনোয়ার খান এম পির বড় ভাই আখতার খান রায়পুর উপজেলার উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় অধ্যক্ষ মামুনের চেয়ারম্যান হওয়া প্রয়োজন লক্ষ্মীপুর জেলায় ৮ম: বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলে মোঃ এমদাদুল হক দালাল বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে কাকে ভোট দিবেন? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী কাজল খাঁনের গণজোয়ার লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন,কে হবেন চেয়ারম্যান ? বাংলাদেশ আওয়ামীলীগ ওমান সুর শাখার সহ-সাধারন সম্পাদক কামাল হোসেনের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এমপি ও মন্ত্রী হতে নয় বরং মানুষের পাশে দাঁড়াতে আ.লীগ করি, সুজিত রায় নন্দী বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই লক্ষ্মীপুরে বিনা তদবিরে পুলিশে চাকরি পেল ৪৪ নারী-পুরুষ
লক্ষ্মীপুরে দুর্বল ভাইয়ের উপর সবল ভাইদের হামলায় থানায় অভিযোগ

লক্ষ্মীপুরে দুর্বল ভাইয়ের উপর সবল ভাইদের হামলায় থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার- লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর নেয়ামত উল্যা ব্যাপারী বাড়ির মৃত ছানাউল্যা মুনসীর পুত্রদের মাঝে বিবাদ দিনদিন বেড়েই চলেছে।
অভিযোগ সূত্রে জানাযায়, ছালাউল্যা মুনসীর সাত ছেলের মধ্যে দীর্ঘদিন যাবৎ ছোটদের সাথে বড়দের পিতার অবর্তমানকাল থেকেই তুলকালাম কান্ড অহরহ লেগেই রয়েছে। আলমগির হোসেন (৪৫), পিতা- মৃত ছালাউল্যা মুনসী এবং মুকবুল আহম্মদ(৭০), পিতা- মৃত ছানাউল্যা মুনসী, মহিউদ্দিন বাবুল (৬৫), পিতা- মৃত ছানাউল্যা মুনসী, ফজলু (৩০), পিতা- মুকবুল আহম্মদ, খাজা আহম্মদ কুট্টু (৩৫), পিতা- মুকবুল আহম্মদ, মোসলেউদ্দিন রুবেল (৩৫), পিতা- মহিউদ্দিন বাবুল, শুরাইয়া বেগম (৬৫), স্বামী- মুকবুল আহম্মদ, শেফালি বেগম- স্বামী মহিউদ্দিন বাবুলসহ সকলে একই বাড়ির একে অপরের আত্মীয়স্বজন হয়।

গত ১২ জুন রাত আনুমানিক ৯ ঘটিকায় আলমগীর হোসেনের পুত্র মিরাজ হোসেন টর্চলাইট ও মাছ ধরার কোচ হাতে করে মাছ শিকার করার জন্য রাস্তায় গেলে হটাৎ পূর্ব পরিকল্পিতভাবে মহিনউদ্দিন বাবুল অতর্কিত এসে মিরাজের গলাচিপে ধরে শ্বাষরোধ করে মেরে ফেলার চেষ্টা চালায়। এসময় মিরাজের চিৎকারে তার বাবা আলমগীর হোসেনসহ আশেপাশে থাকা লোকজন ছুটে আসে। একপর্যায়ে মহিনউদ্দিন বাবুলগংরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ভুক্তভোগীদের উপর ঝাপিঁয়ে পড়ে। আলমগীর হোসেন আরো জানান, তারা বিষয়টি বুঝে উঠার পূর্বেই তার ভাই ও তার ছেলেরা মারপিট, কিলঘুষি এবং হাতে থাকা স্টিলের টর্চলাইট, ইট, মাছ ধরার কোচ দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। আঘাতের ফলে ভুক্তভোগী আলমগির হোসেন, মেয়ে রাবেয়া আক্তার, ছেলে মিরাজ হোসেনের শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের কারনে নীলা-ফুলা ও জখম হয়। পরবর্তীতে স্হানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
যাহার নং -৪৩৯৬/৮ তাং ১৩/৬/২০২১ ও ৪৩৯৭/৯ তাং ১৩/৬/২০২১ ইং। এই বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানায় ভুক্তভোগী আলমগীর হোসেন উপরোক্ত সাতজনকে বিবাদি করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে ‘অভিযুক্ত’ পক্ষের মহিউদ্দিন বাবুলের পুত্র মোসলেউদ্দিন রুবেলের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, মাছ চুরিকে কেন্দ্র করে ধমকাধমকির একপর্যায়ে মিরাজসহ তার বাবা আলমগীর হোসেন আমার বাবা ও জেঠার উপড় চড়াও হয় এবং ইট ছুড়ে মাথা ফাটিয়ে দেয়। রুবেল আরো বলেন, সেই সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com