সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউপি নির্বাচনে এডভোকেট নজরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত অনিয়মে চাকরিচ্যুত হবেন কর্মকর্তারা, ফেক্ট- উপজেলা পরিষদ নির্বাচন লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ অধ্যক্ষ পুরস্কার নিয়ে বির্তক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লক্ষ্মীপুর -১ আসনের ড, আনোয়ার খান এম পির বড় ভাই আখতার খান রায়পুর উপজেলার উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় অধ্যক্ষ মামুনের চেয়ারম্যান হওয়া প্রয়োজন লক্ষ্মীপুর জেলায় ৮ম: বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলে মোঃ এমদাদুল হক দালাল বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে কাকে ভোট দিবেন? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী কাজল খাঁনের গণজোয়ার লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন,কে হবেন চেয়ারম্যান ? বাংলাদেশ আওয়ামীলীগ ওমান সুর শাখার সহ-সাধারন সম্পাদক কামাল হোসেনের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এমপি ও মন্ত্রী হতে নয় বরং মানুষের পাশে দাঁড়াতে আ.লীগ করি, সুজিত রায় নন্দী বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই লক্ষ্মীপুরে বিনা তদবিরে পুলিশে চাকরি পেল ৪৪ নারী-পুরুষ দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ
লক্ষ্মীপুরে ফ্রি-গাড়ী দিয়ে রোগীদের সেবা দিচ্ছেন আ’লীগ নেতা বাক্কিবিল্লাহ

লক্ষ্মীপুরে ফ্রি-গাড়ী দিয়ে রোগীদের সেবা দিচ্ছেন আ’লীগ নেতা বাক্কিবিল্লাহ

ভি বি রায় চৌধুরী- সারা বিশ্বে আতঙ্কিত মহামারী করোনাভাইরাসে গৃহবন্দী পরিবারের কেউ অসুস্থ হয়ে ঘরে পড়ে যেন কষ্ট না পায় তার জন্য রায়পুর পৌরবাসীর কল্যানে সম্পূর্ণ বিনামূল্যে জরুরী গাড়ী সেবা নিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন লক্ষ্মীপুর জেলা আ’লীগের সদস্য ও রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ।

তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তাকে সাধুবাদ জানিয়ে বলেন, আ’লীগ সরকার দেশের এই ক্রান্তিলগ্নে প্রতিটি অসহায় পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ত্রান-সাহায্য।
কিন্তু সরকারের পাশাপাশি আমরা যারা স্থানীয় নেতৃবৃন্দ আছি সকলে যদি বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে এগোতে পারি তাহলে হয়তো মহান সৃষ্টি কর্তা আমাদের সর্বপ্রকার দূর্যোগ মোকাবেলায় নিরাশ করবেন না।

তিনি আরও বলেন, আমি দেখেছি আমাদের লক্ষ্মীপুর, রায়পুরে বিভিন্নজন বিভিন্ন ভাবে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছেন কিন্তু পরিবহন সেবাদান অতীব গুরুত্বপূর্ণ তাই আমি এই উদ্যোগ গ্রহন করেছি।
তার এই মহতি উদ্যোগে তার সাথে রয়েছেন এক ঝাঁক তরুন স্বেচ্ছাসেবী দল।

এই ফ্রি-পরিবহন সেবায় অংশ গ্রহন করেছেন জনাব জামশেদ কবির বাক্কি বিল্লাহের বড় ভাই রায়পুর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র, কাজী নাজমুল কাদের গুলজার, তার ছোট ভাই হারুনুর রশিদ, রায়পুর পৌর আ’লীগের সদস্য পীরজাদা সোহরাব মিশরী সহ অনেকেই।

সর্ব সাধারনের অবহিত করনে জরুরী প্রয়োজনে নিন্মের নাম্বার গুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে:
আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ-০১৭১১০১২৪৮৩,
কাজী নাজমুল কাদের গুলজার ০১৭১২১৩২২৩৭,
হারুনুর রশিদ-০১৭৩১৭৮৩৩৩২,
পীরজাদা সোহরাব মিশরী ০১৭২১৯৪১৯৩৩,

সরজমিনে ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান, আসছে পবিত্র মাহে রমজানে ১ম রমজান থেকে ৯ম রমজান পর্যন্ত রায়পুর পৌর শহরের প্রতিটি ওয়ার্ডের অসহায় মানুষদের সহায়তায় নামবেন জামশেদ কবির বাক্কিবিল্লাহ।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com