সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউপি নির্বাচনে মীর শাহআলম চেয়ারম্যান নির্বাচিত লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউপি নির্বাচনে এডভোকেট নজরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত অনিয়মে চাকরিচ্যুত হবেন কর্মকর্তারা, ফেক্ট- উপজেলা পরিষদ নির্বাচন লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ অধ্যক্ষ পুরস্কার নিয়ে বির্তক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লক্ষ্মীপুর -১ আসনের ড, আনোয়ার খান এম পির বড় ভাই আখতার খান রায়পুর উপজেলার উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় অধ্যক্ষ মামুনের চেয়ারম্যান হওয়া প্রয়োজন লক্ষ্মীপুর জেলায় ৮ম: বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলে মোঃ এমদাদুল হক দালাল বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে কাকে ভোট দিবেন? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী কাজল খাঁনের গণজোয়ার লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন,কে হবেন চেয়ারম্যান ? বাংলাদেশ আওয়ামীলীগ ওমান সুর শাখার সহ-সাধারন সম্পাদক কামাল হোসেনের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এমপি ও মন্ত্রী হতে নয় বরং মানুষের পাশে দাঁড়াতে আ.লীগ করি, সুজিত রায় নন্দী বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই লক্ষ্মীপুরে বিনা তদবিরে পুলিশে চাকরি পেল ৪৪ নারী-পুরুষ
লক্ষ্মীপুরের কৃতি শিল্পী অর্ণবের বেড়ে উঠা

লক্ষ্মীপুরের কৃতি শিল্পী অর্ণবের বেড়ে উঠা

ভিবি নিউজ ডেস্কঃ- লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর আসলাম ভূঁইয়া বাড়ির সৈয়দ গোলাম হোসেন লিটন ও শাহনাজ আক্তারের একমাত্র ছেলে সৈয়দ সাজ্জাদ রাহিম অর্ণব,

যাকে রাজধানী সহ সারা দেশে সকলে অর্ণব নামে চিনে ও জানে। সে ঢাকার মুগদা পাড়ায় নিজ বাড়িতে ১৯ জানুয়ারি ২০০১ সনে জন্মগ্রহণ করে। গ্রামের বাড়ী লক্ষ্মীপুর জেলার উপশহর ৩ নং দালাল বাজার ইউনিয়নের অন্তর্গত সম্ভ্রান্ত্র বুনিয়াদি পরিবার আসলাম ভূইয়া বাড়ী। অর্ণবের দাদা মৃত সৈয়দ তাফাজ্জল হোসেন একজন সরকারি কর্মকর্তা ছিলেন। জানাযায় এই আসলাম ভূঁইয়া বাড়ির কৃতি সন্তান সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন ও বর্তমান বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এই বাড়িরই সন্তান।

শিল্পী অর্ণবের

পড়া লেখা শুরু হয় ঢাকার মতিঝিল বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় থেকে, পরবর্তীতে মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে এসএসসি এবং ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটির আওতাধীন ইংরেজীতে অনার্স করছেন। ছোট বেলা থেকেই তার সংগীতের প্রতি আগ্রহ ছিলো। যার কারনে তার বাবা এবং মা এর অনুপ্রেরণাতে তার সংগীত জগৎতে পদার্পন। গানের তালিম শুরুহয় বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা থেকে। সেখান থেকে ছায়ানটে সংগীতের তালিম নেয়। ২০১০ সনে বিশ্বশিশু দিবসে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহিত একই মঞ্চে শিশুদের অধিকার নিয়ে বক্তব্য দিয়েছেন ক্ষুদে শিল্পী অর্ণব এবং মাননীয় প্রধান মন্ত্রী তার বক্তব্যের ভূয়সী প্রশংসা করেছেন। অর্ণব ৬ বার ক্ষুদে শিল্পী হিসাবে তৎকালীন প্রেসিডেন্ট মরহুম জিল্লুর রহমানের আমন্ত্রণে বঙ্গভবনে দলীয় সংগীত পরিবেশন করেছেন,যা একটি বিরল ঘটনা বলে তার বাবা আমাদের এপ্রতিবেদক জানান। সে জাতীয় পর্যায়ের শিশু শিল্পী ছিল। সেই অবস্থায় অনেক গুলো জিঙ্গেলও করেছে, তার মধ্যে উল্ল্যেখ যোগ্য হলো ” প্রান মিল্ক ক্যান্ডি ” হরলিস্ক ” এয়ার টেল ” স্পেলিং বি ” প্রান সেমাই ” ইত্যাদি। অর্ণব মাই টিভি ইসলামিক গানের অনুষ্ঠান মধুর ধ্বনি তে লক্ষীপুর জেলার হয়ে প্রতিনিধিত্ব করে সারা দেশের মধ্যে ২য় স্থান অধিকার করে। ওর দু টো গানের এলবাম বের হয়েছে। অর্নবের গানের প্রথম হাতেখড়ি বিশিষ্ট সংগীতজ্ঞ কৃষ্ণ চন্দ্র কুন্ডের নিকট। তার পর মরহুম খোদা বস্ক সানু ওস্তাদজীর নিকট। ক্লাসিক তালিম নিয়েছে উপমহাদেশের বিখ্যাত ক্লাসিকেল সংগীতের ওস্তাদ অনিল সাহার নিকট, নজরুল সংগীতের তালিম নিয়েছে ওস্তাদজী সুনিল সাহার নিকট। বর্তমানে বিভিন্ন ষ্টেইজ প্রোগ্রাম করছে বলে জানাযায়।
সে যেন ভবিষ্যতে আরো প্রসার ঘটাতে পারে তরজন্য শিল্পী সৈয়দ সাজ্জাদ রাহিম অর্ণব সকলের নিকট দোয়া প্রার্থী।
যোগাযোগ ০১৮২৭২৭৩৪৫২


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com