সংবাদ শিরোনামঃ
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লক্ষ্মীপুর -১ আসনের ড, আনোয়ার খান এম পির বড় ভাই আখতার খান রায়পুর উপজেলার উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় অধ্যক্ষ মামুনের চেয়ারম্যান হওয়া প্রয়োজন লক্ষ্মীপুর জেলায় ৮ম: বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলে মোঃ এমদাদুল হক দালাল বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে কাকে ভোট দিবেন? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী কাজল খাঁনের গণজোয়ার লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন,কে হবেন চেয়ারম্যান ? বাংলাদেশ আওয়ামীলীগ ওমান সুর শাখার সহ-সাধারন সম্পাদক কামাল হোসেনের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এমপি ও মন্ত্রী হতে নয় বরং মানুষের পাশে দাঁড়াতে আ.লীগ করি, সুজিত রায় নন্দী বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই লক্ষ্মীপুরে বিনা তদবিরে পুলিশে চাকরি পেল ৪৪ নারী-পুরুষ দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ দলিল যার, জমি তার- নিশ্চিতে আইন পাস লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদ পেতেছে পবিত্র কুমার  লক্ষ্মীপুর সংরক্ষিত আসনের মহিলা সাংসদ আশ্রাফুন নেসা পারুল
লক্ষ্মীপুর মহাদেবপুরে রাতের অন্ধকারে বৈঠকখানা ঘর উধাও

লক্ষ্মীপুর মহাদেবপুরে রাতের অন্ধকারে বৈঠকখানা ঘর উধাও

ভিবি নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহাদেবপুর গ্রাম এলাকায় একটি বৈঠকখানা ঘর একমাস পূর্বে রাতের অন্ধকারে কে বা কাহারা উদ্দেশ্য প্রনোদিত হয়ে সরিয়ে নিয়ে গেছে। এ ব্যাপারে ১১ জানুয়ারী সোমবার মোঃ শাহিদুর রহমান সাঈদ বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারেও স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হীরন মিঞার নিকট ঘটনার শুরুতে লিখিত অভিযোগ করেন বলে ভুক্তভোগী জানান। অভিযোগ পেয়ে পরিষদের গ্রাম পুলিশ শাকায়েত উল্লাহ মিঞাকে খোঁজ খবর নেয়ার জন্য ইউপি সদস্য বলেন। প্রায় একমাস অতিক্রান্ত হওয়ার পর ১১ জানুয়ারি এলাকার মোঃ গাজী জমদ্দার বাড়ির আবদুর রবের বসত ঘর সংলগ্ন পুকুরে সরিয়ে নেয়া ঘরের খুঁটি, টিন ও টিনের বেড়ার সন্ধান পেয়ে গ্রাম পুলিশ শাকায়েত উল্লাহ মিঞা ইউনিয়ন মেম্বার ও এলাকাবাসিকে তাৎক্ষণিক জানান।

এই বিষয়ে একই বাড়ির আবদুর রবের স্ত্রী মরিয়ম বেগম বলেন, দীর্ঘদিন যাবৎ শাহিদুর রহমানদের সাথে জায়গা জমি নিয়ে আমাদের বিরোধ চলে আসছে এবং বর্তমানে এই সম্পত্তির উপর আদালতের নিষেধাজ্ঞা বলবৎ আছে বলে জানান কিন্তু তিনি এ বিষয়ে কোনো কাগজ পত্র দেখাতে পারেননি। উধাও হওয়া ঘরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে কখনো কোন ঘর ছিলো না।
উক্ত বিষয়ে এলাকার সাবেক মেম্বার মফিজ উল্লাহ মিঞা বলেন, এখানে একটি ঘর ছিলো যেটা কিছুদিন পূর্বে রাতের অন্ধকারে কে বা কাহারা সরিয়ে নিয়ে যায়। সেই ঘরটি আজ ১১ জানুয়ারি আবদুর রবের বাড়ির পুকুরে গ্রাম পুলিশ শাকায়েত উল্লাহ মিঞার অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
এই ব্যাপারে এলাকার গন্যমান ব্যাক্তিদের মধ্যে মৃত আমিন উল্লাহর পুত্র ফরিদ মিঞা বলেন, এখানে একটা ঘর ছিলো এটা সত্য তেমনি রাতে অন্ধকারে উধাও হয়ে যাওয়াও সত্য।
এই বিষয়ে স্হানীয় আ’লীগ নেতা বেল্লাল হোসেন মিঞা গণমাধ্যমকে বলেন, এখানে ঘর থাকাও যেমন সত্য তেমনি ঘর উধাও হওয়াও সত্য। আজ ১১ জানুয়ারি বাড়ির ভিতরের পুকুরে পুরো ঘরের খুঁটি সহ টিন গুলো পাওয়া গেছে বলে গ্রাম পুলিশ শাকায়েত উল্লাহ মিঞা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বৈঠকখানা ঘরটি উধাও হওয়ার ব্যাপারে দালাল বাজার ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফিরোজ আলম হিরন বলেন, বিগত মাসখানেক পূর্বে আমাকে ঘরের মালিক শাহিদুর রহমান সাঈদ লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি জানান। তিনি আরো বলেন, প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com