সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউপি নির্বাচনে মীর শাহআলম চেয়ারম্যান নির্বাচিত লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউপি নির্বাচনে এডভোকেট নজরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত অনিয়মে চাকরিচ্যুত হবেন কর্মকর্তারা, ফেক্ট- উপজেলা পরিষদ নির্বাচন লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ অধ্যক্ষ পুরস্কার নিয়ে বির্তক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লক্ষ্মীপুর -১ আসনের ড, আনোয়ার খান এম পির বড় ভাই আখতার খান রায়পুর উপজেলার উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় অধ্যক্ষ মামুনের চেয়ারম্যান হওয়া প্রয়োজন লক্ষ্মীপুর জেলায় ৮ম: বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলে মোঃ এমদাদুল হক দালাল বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে কাকে ভোট দিবেন? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী কাজল খাঁনের গণজোয়ার লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন,কে হবেন চেয়ারম্যান ? বাংলাদেশ আওয়ামীলীগ ওমান সুর শাখার সহ-সাধারন সম্পাদক কামাল হোসেনের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এমপি ও মন্ত্রী হতে নয় বরং মানুষের পাশে দাঁড়াতে আ.লীগ করি, সুজিত রায় নন্দী বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই বাড়ছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ চাই লক্ষ্মীপুরে বিনা তদবিরে পুলিশে চাকরি পেল ৪৪ নারী-পুরুষ
লক্ষ্মীপুর জেলায় জোয়ারের পানিতে ৪০ গ্রাম প্লাবিত

লক্ষ্মীপুর জেলায় জোয়ারের পানিতে ৪০ গ্রাম প্লাবিত

স্টাফ রিপোর্টার ভি বি রায় চৌধুরী-লক্ষ্মীপুরের রায়পুরে অস্বাভাবিক জোয়ারের পানিতে মেঘনা নদীর তীরবর্তী এলাকার প্রায় ৪০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। মেঘনার পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে গত তিন দিনে নদীতে প্রায় ৫/৬ ফুট বৃদ্ধি পেয়েছে।

এতে করে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পানিবন্দি হয়ে পড়ছে এলাকার দুই লক্ষাধিক মানুষ। বৃহষ্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টা পর্যন্ত জোয়ারের পানি কমেনি বলে খোঁজ নিয়ে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় জোয়ারে রায়পুর উপজেলার কয়েকটি ঘেরের অর্ধকোটি টাকার মাছ ভেসে গেছে ও কমলনগরে এক খামারের ৬ হাজার মুরগি পানিতে ডুবে মারা গেছে।

এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন মুরগি খামারি। এছাড়াও ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাপ্ত তথ্য মতে জানা যায় , রায়পুর থেকে লক্ষ্মীপুর সদর ও কমলনগর হয়ে রামগতি পর্যন্ত ৬০ কিলোমিটার নদী এলাকার প্রত্যেকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে বাড়ী ঘর রাস্তাঘাট পানিতে সয়লাব হয়ে গিয়াছে। লক্ষ্মীপুর জেলা সদরের করাতিরহাট, চররমনি,

ভূঁইয়ার হাট, চরমেঘা, রায়পুরের চর আবাবিল, খাসেরহাট, চরলক্ষ্মী, চরবংশী, চরভৈরবী, হাজীমারা, চর কাচিয়া, জালিয়ার চর, কুচিয়ামোড়া, চর ঘাশিয়া, টুনুর চর, কমলনগরের চরফলকন, চরকালকিনি, চরলরেন্স, নবীগঞ্জ ও রামগতির আলেকজান্ডারসহ প্রায় ৪০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। মেঘনা নদীর তীর থেকে এসব এলাকার প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত জোয়ারের পানি ঢুকেছে।

অনুসন্ধানে জানা গেছে, লক্ষ্মীপুরের সদর রায়পুর রামগতি ও কমলনগর উপজেলায় প্রায় ৪০টি গ্রামে জোয়ারের পানি ঢুকে নদীর তীর থেকে ৪ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অস্বাভাবিক জোয়ারের কারণে নদী সংযুক্ত খাল, পুকুর, বসতঘর, শিক্ষা-প্রতিষ্ঠান, ধর্মীয়-প্রতিষ্ঠান ও রাস্তাঘাট হাঁটু পরিমাণ পানিতে ডুবে আছে।

কোথাও কোথাও কোমড় পরিমাণ পানি হয়েছে। এতে মেঘনা উপকূলীয় মানুষগুলো চরম ভোগান্তিতে পড়েছে। রায়পুর উপজেলায় কয়েকটি ঘেরের প্রায় অর্ধকোটি টাকার মাছ জোয়ারে ভেসে গেছে। উপজেলার চর আবাবিলসহ কয়েকটি গ্রামের অন্তত ৩ হাজার পানের বরজ পানিতে তলিয়ে গেছে। পান নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা করছেন চাষীরা। অন্যদিকে কমলনগরের চরলরেন্স ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তাজ পোল্ট্রি খামারের ৬ হাজার মুরগী জোয়ারের পানিতে ডুবে মারা গেছে।

নষ্ট হয়ে গেছে মুরগির খাবার। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তাজ পোল্ট্রি খামারের মালিক মো. ওসমান বলেন, জোয়ারের পানিতে আমার খামারের মুরগিগুলো মরে গেছে। আমার সব শেষ হয়ে গেছে। ঋণ নিয়ে খামারটি করেছি। ঋণের টাকা এখনো পরিশোধ করতে পারিনি। এদিকে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কাছে বর্তমান সার্বিক বন্যা পরিস্হীতি নিয়ে জানতে চাইলে ইউএনও মোবারক হোসেন বলেন,

পানিবন্দিদেরকে আশ্রয়ণ কেন্দ্রে যেতে বলা হয়েছে। সবাইকে শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী জানান, জোয়ারের কারণে বেশ কিছু কাঁচা, আধাপাকা ঘরবাড়ি ও সড়কের গাছসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com