সংবাদ শিরোনামঃ
জনগনের সুস্বাস্থ্যের জন্য চাই নিরাপদ খাদ্য রায়পুরে  সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন বিএনপির মাধ্যমে পানিবন্ধীদের ত্রান বিতরন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “ লক্ষ্মীপুরে কলেজ অধ্যক্ষের অপসারণ চেয়ে শিক্ষক- কর্মচারীদের বিক্ষোভ বাংলাদেশের মুমূর্ষু শিশু শুভমকে নতুন জীবন দিয়েছেন ভারতের ডাঃ সঞ্জীব দেববর্মণ কোটা আন্দোলনে মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ
৩০ ডিসেম্বর অবসরে যাচ্ছেন কমলনগর থানার পুলিশ পরিদর্শক মাখন লাল

৩০ ডিসেম্বর অবসরে যাচ্ছেন কমলনগর থানার পুলিশ পরিদর্শক মাখন লাল

 

ভাস্কর মজুমদার (নিজস্ব প্রতিবেদক); লক্ষ্মীপুরের কমলনগর থানার পরিদর্শক তদন্ত মাখন লাল দীর্ঘ ৩৮ বছরের পুলিশ বিভাগে চাকুরির শেষদিন তিরিশ ডিসেম্বর। এ প্রতিবেদকের সাথে একান্ত এক সাক্ষাৎকারে আবেগ আপ্লুত হয়ে জানান, প্রতিটি মানুষের জীবনে সফলতা ও ব্যর্থতা থাকে। তিনি বলেন, লক্ষ্যে পৌছাতে হলে ধৈর্য্য ধারণ করতে হয়। অনেক কষ্ট, ত্যাগ ও শ্রমের বিনিময়ে আজ আমি পুলিশ ইন্সপেক্টর। আমার সফলতা হলো সতেরোতম গ্রেড বেতনের পুলিশ কনস্টেবল পদে চাকুরী শুরু করে নবম গ্রেডের প্রথম (নন গেজেটেড) শ্রেনীর পুলিশ পরিদর্শক পদ থেকে অবসরে যাওয়া। ব্যর্থতা বলতে কিছু নাই জানিয়ে তিনি বলেন চাকুরী জীবনে হত্যা, ধর্ষনসহ বহু চাঞ্চল্যকর মামলার আসামি ধরার পাশাপাশি এসব মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেছি। তিনি নিজ স্ত্রী, পুত্র, কন্যার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করে বলেন, অবসরের পরে ইচ্ছে আছে নিজ শহর মাইজদীতে একটি প্রাইভেট হাসপাতালের সাথে যুক্ত হয়ে মানুষের সেবা করার।

জানা গেছে, মাইজদী পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা মাখন লাল ১৯৮৩ সনে পুলিশ কনস্টেবল পদে ভর্তি হয়ে ৬ মাস নোয়াখালী ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং শেষ করে ৮৩ সনের ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন যুক্ত হন। সেখান থেকে বিভিন্নস্হানে বদলি হতে হয়। পদোন্নতি পেয়ে ১৯৯৭ সনে তিনি সহকারী পুলিশ পরিদর্শক হন। ২০০৩ সনে তিনি উপ পরিদর্শক হিসেবে পদন্নোতি পান। ২০০৫ সনে ডিপার্টমেন্টের ইন্সপেক্টরশিপ কোর্স কমপ্লিট করেন এবং ২০১৭ সনে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে প্রমোশন পান।

বর্তমানে লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্বরত মাখন লাল আগামী তিরিশ ডিসেম্বর দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবন শেষ করে অবসরে যাবেন। তিনি পারিবারিক জীবনে হাউজ ওয়াইফ স্ত্রী ও এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। কন্যা রাজধানীর সিকদার মেডিকেল কলেজে চিকিৎসা বিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্রী এবং পুত্র মাইজদীতে উচ্চ মাধ্যমিকে অধ্যয়ণরত।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com