স্টাফ রিপোর্টার
ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সারা দেশের বিভিন্ন জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বিশেষ নির্দেশ দেয়া হয়েছে। রাজধানীর মতিঝিল, পল্টন, বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব এবং জিরো পয়েন্টসহ আশেপাশের সকল এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। নাশকতা ঠেকাতে আজ শুক্রবার সকাল থেকে বিভিন্ন স্পটে একাধিক দল ও উপদলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। এছাড়াও হামলা ঠেকাতে সিলেট জেলা ও মহানগর এলাকার সবক’টি থানা এলাকায় এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে। এরইমধ্যে মহানগর পুলিশের ছয়টি থানায় বাড়তি সতর্কতা স্বরূপ লাইট মেশিনগান (এলএমজি) পোস্ট স্থাপন করা হয়েছে। জেলার সবক’টি থানায়ও বাড়তি সতর্কতা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অনাকাঙ্ক্ষিত ঘটনা বা হামলার আশঙ্কায় রাজধানীসহ সার দেশের প্রত্যেকটি থানায় ৩০/৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ডিএমপির কন্ট্রোলরুম থেকে রাজধানীতে কর্মরত ৮টি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারদের (এসি) সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে।
অনাকাঙ্ক্ষিত ঘটনা বা হামলার আশঙ্কায় প্রতিটি থানায় ৩০/৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদর দফতরের নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার থেকে এমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সরেজমিন এসএমপি কোতোয়ালি মডেল থানায় গোলঘরে সিমেন্টের বস্তা দিয়ে বাংকার তৈরি করে এলএমজি পোস্ট স্থাপন করতে দেখা গেছে। ওই স্থানে এলএমজি হাতে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি আবু ফরহাদ খান বলেন, নিরাপত্তার স্বার্থে পুলিশ সদর দফতরের নির্দেশে থানা এলাকায় এলএমজি চেকপোস্ট বসানো হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ গণমাধ্যমকে বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি স্থাপনায় এলএমজি পোস্ট বসানো হয়েছে। মহানগরের সব থানা ছাড়াও ফাঁড়ি ও বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। এরইমধ্যে সব থানায় এলএমজি সরবরাহ করা হয়েছে। দুষ্কৃতকারীরা যাতে কোনো ধরনের হামলা চালাতে না পারে এজন্য পুলিশের এ সতর্কতা। সংশ্লিষ্টরা জানান, সমপ্রতি হেফাজতে ইসলাম দেশের বিভিন্ন স্থানে থানা এলাকায় হামলার ঘটনা ঘটিয়েছে। পুনরায় যাতে হামলার ঘটনা না ঘটাতে পারে এজন্য সতর্কতা স্বরূপ পুলিশ সদর দফতরের নির্দেশনায় থানাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়।