ভি বি রায় চৌধুরী: লক্ষ্মীপুরে রামগতিে মটর সাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক রিয়াজ মাহমুদ বিনু সকলের কাছে আশির্বাদ/ দোয়া চেয়েছেন।
জানা যায় লক্ষ্মীপুর – রামগতি আঞ্চলিক মহাসড়কের আ স ম আব্দু রব সরকারি কলেজের সামনে পেছন দিক থেকে আসা মটর সাইকেলের সাথে সংর্ঘষে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তিনি। উপকূলীল এলাকার প্রবীন এই সাংবাদিক আজ প্রায় ১৩ দিন শয্যাশায়ী।
গত ৩১ অক্টোবর বিকেল ৪ ঘটিকায় রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির সভাপতি, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সাবেক সাংগঠনিক সম্পাদক, ভোরের আকাশ ও ডেইলি অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি রিয়াজ মাহমুদ বিনু অপ্রাপ্তবয়স্ক ১৫ বছরের রামগতি ব্রিকফিল্ডের মালিক হান্নান মিঞার ছেলে রিজভি মটর সাইকেলের পেছন দিক থেকে ধাক্কা দেয়ার কারনে তিনি সড়কের উপর পড়ে গিয়ে মাথায়, বুকে, ঠোঁটে, ডান পায়ের নিচে প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে রামগতি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক নোয়াখালী একটি হাসপাতালে প্রেরণ করেন।
তার ব্যায়বহুল চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, তিনি দীর্ঘদিন জাবৎ পেশাদার সাংবাদিক হিসেবে তার লিখনির মাধ্যমে সমাজের বহু অসংগতি তুলে ধরেছেন অথচ তার এই বিপদে কেহই পাশ্বে না থাকায় তিনি একেবারে ভেঙ্গে পড়েছেন। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছেন। পাশাপাশি সাংবাদিক মহল, জেলা প্রশাসক সহ সকলে সহযোগিতা এবং দ্রুত আরোগ্যলাভের জন্য সর্ব মহলের নিকট আশির্বাদ/ দোয়া প্রার্থনা করেছেন।