সংবাদ শিরোনামঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী স্বরণে মেহেদী হাসান রাসেলের কুরআন ও হাদিসের আলোকে উপস্থাপন  লক্ষ্মীপুরে নতুন পুলিশ সুপার আকতার হোসেন লক্ষ্মীপুরে যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ জনগনের সুস্বাস্থ্যের জন্য চাই নিরাপদ খাদ্য রায়পুরে  সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন বিএনপির মাধ্যমে পানিবন্ধীদের ত্রান বিতরন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “ লক্ষ্মীপুরে কলেজ অধ্যক্ষের অপসারণ চেয়ে শিক্ষক- কর্মচারীদের বিক্ষোভ বাংলাদেশের মুমূর্ষু শিশু শুভমকে নতুন জীবন দিয়েছেন ভারতের ডাঃ সঞ্জীব দেববর্মণ কোটা আন্দোলনে মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি
স্মৃতি চারণ – রাজ্জাকুল হায়দার, প্রসংগ- ইঞ্জিনিয়ার খোকন পাল

স্মৃতি চারণ – রাজ্জাকুল হায়দার, প্রসংগ- ইঞ্জিনিয়ার খোকন পাল

ভিবি নিউজ ডেস্ক:
“””””””””””””খোকন”””””””””
খোকন চন্দ্র পাল। আমার প্রিয় ছাত্রদের একজন।অবশ‌্য প্রিয় তো সব ছাত্রই। তবুও কেউ কেউ আ‌ছে যারা খুব কা‌ছের। প্রিয়‌দের কেউ দুষ্ট প্রকৃ‌তির,কেউ শান্ত‌শিষ্ট,কেউবা মেধাবী।খোকনকে কোন পর্যা‌য়ে ফেলব?
আ‌মি মুন্সীগঞ্জ কে‌ কে স্কুল থে‌কে ঢাকায় বদ‌লি চে‌য়ে‌ছিলাম। না পে‌রে অ‌নেকটা রাগ ক‌রেই লক্ষ্মীপুর আদর্শ সামা‌দে চ‌লে এলাম। স্কু‌লে তখন দুভা‌গে ক্লাস হ‌তো। ম‌ডেল হাই স্কুল ও সামাদ একা‌ডে‌মি দুই স্কুল‌কে সম‌ন্বিত ক‌রে সরকা‌রিকরণ করা হয়। নাম রাখা হয় আদর্শ সামাদ সরকা‌রি উচ্চ‌বিদ‌্যালয়। ঐ‌তিহ‌্যবাহী ম‌ডেল নাম‌টি কৌশ‌লে মু‌ছে ফেলা হ‌য়ে‌ছিল এভা‌বে। এখন আর আদর্শ সামাদ নয়,শুধুই সামাদ।
আমার ক্লাস ছিল ম‌ডেল শাখায়। ব্রিটিশ আম‌লের স্কুল। চমৎকার স্থাপত‌্যকলার নিদর্শন। কেমন এক পুর‌নো গন্ধ দেয়া‌লে,বি‌ভিন্ন ক‌ক্ষে। সাম‌নেই বিরাট মাঠ। আ‌স্তে আ‌স্তে মন ব‌সে গেল। ক্লাস শে‌ষেই মা‌ঠে নে‌মে পড়তাম বয়স,পেশা ভু‌লে।
খোক‌নের কথা বল‌তে গি‌য়ে ভূ‌মিকায় প্রাস‌ঙ্গিক নানা কথা ব‌লে ফেললাম।
খোকন ছিল শান্ত প্রকৃ‌তির। ক্লা‌সে চুপচাপ থাকত সবসময়। প্রশ্নের উত্তর দিত মাথা নিচু ক‌রে। খুব মেধাবী ছিল। দূর থে‌কে দেখ‌লেই রাস্তার একপা‌শে দাঁ‌ড়ি‌য়ে থাকত যতক্ষণ না ও‌কে অ‌তিক্রম ক‌রে যেতাম।খু্ব ভা‌লো রেজাল্ট ক‌রে এসএস‌সি পাশ ক‌রে‌ছিল। তারপর আর অ‌নেক‌দিন দেখা নেই।ঢাকায় ল‌্যাব‌রেট‌রি যোগদা‌নের পর শুনলাম ও ঢাকা ক‌লে‌জে। আমা‌কে হতবাক ক‌রে ওর এক সহপাঠী জানা‌লো সে ছাত্ররাজনী‌তির সা‌থে যুক্ত। ছাত্রলীগ ক‌রে।রাজনী‌তি কর‌তে গি‌য়ে ওর চিন্তার জগ‌তে অ‌নেক প‌রিবর্তন আ‌সে, অ‌নেক ঝা‌মেলা পোহা‌তে হয়। পড়া‌শোনায় ব‌্যাঘাত ঘট‌লেও উচ্চ‌শিক্ষার সোপা‌ন সে অ‌তিক্রম ক‌রে‌ছে। প্রকৌশলী হ‌য়ে‌ছে। ওর সাফ‌ল্যে খুব খু‌শি হ‌য়ে‌ছিলাম।‌মেধাদীপ্ত ছাত্রটি শিক্ষাজীব‌নে মেধার স্বাক্ষর রে‌খেই
সবার মুখ উজ্জ্বল ক‌রে‌ছে।
খোকন রাজনী‌তি ছাড়লে পেশাগত জীব‌নে অ‌নেক সফল হ‌তো। কিন্তু রাজনী‌তি যে তার র‌ক্তে মি‌শে আ‌ছে। বঙ্গবন্ধুর আদ‌র্শের রাজনী‌তি তার ধমনী‌তে। তাই বঙ্গন্ধুকন‌্যা শেখ হা‌সিনার বিশ্বস্ত সৈ‌নিক হ‌য়ে সে নিরলসভা‌বে ল‌ড়ে যা‌চ্ছে।
কিন্তু রাজনী‌তি তা‌কে কী দি‌য়ে‌ছে?কতটুকু দি‌য়ে‌ছে? যতটুকু পাওয়ার যোগ‌্যতা ততটুকু কি সে পে‌য়ে‌ছে? শিক্ষা-দীক্ষা, মন-মন‌নে সমৃদ্ধ অ‌নে‌কেই রাজনী‌তির মা‌ঠে অব‌হে‌লিত। খোকনও তাই। ম‌্যা‌কিয়া‌ভে‌লির রাজনী‌তির ধূর্ততার পাঠ সে নেয়‌নি।তাই পেছ‌নের সা‌রি‌তে প‌ড়ে আ‌ছে অবমূল‌্যা‌য়িত হ‌য়ে।
খোক‌নের মূল‌্যায়ন হউক। খোকন‌দের যথাযথ মূল‌্যায়ন হউক। রাজনী‌তি ত‌বেই না ফির‌বে বঙ্গবন্ধ‌ুর আদ‌র্শের ধারায়।
শুভ কামনা আমার প্রিয় ছাত্র খোক‌নের জন‌্য।