ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে ১৯ ডিসেম্বর
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, আমরা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। কাউকে খুশি করা বা অখুশি করার জন্য নির্বাচন করতে চাই না। ভোটের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করা দরকার, সেটা আমরা করতেছি। আইনশৃঙ্খলা বাহিনী যেখানে যেটা দরকার, সেখানে সেটা করবে।
মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ব্যক্তিবর্গের সাথে বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আচরণবিধি না মানলে প্রার্থীতা বাতিলের হুশিয়ারী দিয়ে নির্বাচন কমিশনার বলেন, আচরণ বিধি যদি প্রত্যেক প্রার্থী প্রতিপালন করে, তাহলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না৷ এ নির্বাচন শুধু আমাদের চোখে আমরা দেখছি না, বিশ্ববাসীও দেখছে। এ নির্বাচনের ওপর অনেক কিছু নির্ভর করে। আমাদের দেশের ব্যবসা-বাণিজ্য আমাদের অর্থনীতি নির্ভর করে। আচরণবিধি না মানলে আমরা প্রার্থীতা বাতিল করে দেব। প্রয়োজনে ভোট বন্ধ করে পুন:নির্বাচন করবো। তবুও সুষ্ঠু ভোট হতে হবে। যতবার দরকার হবে, ততবার করবো।
নির্বাচন কমিশনার সকল প্রার্থীকে উদ্দেশ্যে করে বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তজার্তিক ভাবে গ্রহণযোগ্যতা হারাবে। এতে দেশ শ্যানশনের কবলে পড়বে। দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে। যা কারো জন্য মঙ্গলজনক নয়। তাই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ মিয়া ও জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলামসহ লক্ষ্মীপুরের ৪ টি আসনের বিভিন্ন প্রার্থীগণ এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।