ভিবি নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর পর্যটন ভূমি দালালবাজার। এখানে একটি ডিগ্রি কলেজ, দুটি মাধ্যমিক বিদ্যালয়, একাধিক সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু মাদ্রাসা ও কিন্ডারগার্টেন রয়েছে। রয়েছে সরকারি বন বিভাগের অফিস, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলীর কার্যালয়। এছাড়াও ঐতিহ্যবাহী খোয়া সাগর দীঘি ছাড়াও বাজারের পাশে ইতিহাসের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে লক্ষী নারায়ণ জমিদার বাড়ী এবং কামানখোলা জমিদার বাড়ী।
জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দুরে দালাল বাজার বহু পূর্ব থেকেই নারিকেল, সুপারি, ডাব ও নারিকেলের ছাবরার ব্যবসায়ীদের জন্য বিখ্যাত।
সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান, যে দীর্ঘদিন যাবৎ দালালবাজার বণিক কল্যাণ সমিতির মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থে বাজারের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। পূর্বে বণিক কল্যাণ সমিতির নির্বাচন দুই বছর পর পর স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে সম্পন্ন হতো। কিন্তু বিগত বছর গুলোতে ব্যালটের মাধ্যমে নির্বাচন না হয়ে সিলেকশনের মাধ্যমে মনগড়া কমিটি করায় ব্যাবসায়ীদের মাঝে চাঁপা ক্ষোভ বিরাজ করেছে বলে জানা গেছে। বাজারের বিভিন্নস্তরের ব্যবসায়ীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটাই দাবী পূর্বের মতো ব্যালটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে সকল ব্যবসায়ীদের অংশগ্রহণে বণিক কল্যাণ সমিতির নির্বাচন দেয়া হউক।
এই বিষয়ে জানতে চাইলে বণিক কল্যাণ সমিতির বর্তমান সভাপতি ও সাবেক দালালবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরনবী চৌধুরী বলেন, ভোটের মাধ্যমে নির্বচন হলে সকল ব্যবসায়ীর সাথে তিনিও একমত পোষণ করেন। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে নুরনবী চৌধুরী জানান, ভবিষ্যৎতে বণিক কল্যাণ সমিতির নির্বাচনে তিনি আর অংশগ্রহণ করবেন না।