সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
সাংসদ পাপুল কুয়েতে গ্রেপ্তার নয় দাবী করে গণমাধাম্যমে স্ত্রী সেলিনা এমপি’র বার্তা

সাংসদ পাপুল কুয়েতে গ্রেপ্তার নয় দাবী করে গণমাধাম্যমে স্ত্রী সেলিনা এমপি’র বার্তা

ভিবি নিউজ-সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেপ্তার নয় মর্মে জাতীয় সংসদের ৩৪৯ নম্বর সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা ইসলাম দাবি করেছেন, তাঁর স্বামীকে কুয়েতে আটকের খবরটি সঠিক নয়। আজ রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সেলিনা ইসলাম বলেন।

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেপ্তার–সম্পর্কিত যে তথ্য গণমাধ্যমে এসেছে, তা ঠিক নয়। তিনি সেখানে কোনো মামলার আসামি নন। কুয়েত সরকার তাদের নিয়ম অনুযায়ী তাঁর ব্যবসায়িক বিষয়ে আলোচনার জন্য তাঁকে সেখানকার সরকারি দপ্তর বা সিআইডিতে ডেকে নিয়েছেন। বিষয়টি নিয়ে দূতাবাসের পরিষ্কার কোনো তথ্য ছাড়া কাউকে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানান সাংসদ সেলিনা ইসলাম।’
এদিকে কুয়েতে মানব পাচার ও মুদ্রা পাচারে অভিযুক্ত লক্ষ্মীপুরের সাংসদ কাজী শহীদ ইসলাম ওরফে পাপুলকে গতকাল ৬ জুন শনিবার রাতে দেশটির সিআইডির কর্মকর্তারা আটক করেছেন।

লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র ওই সাংসদের আটকের বিষয়ে জানতে চাইলে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম রোববার বিকেলে মুঠোফোনে বলেন, ‘কুয়েত সিআইডির (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) কর্মকর্তারা শনিবার রাত আটটার পর কাজী শহীদকে তাঁর বাসা থেকে নিয়ে গেছেন বলে জানতে পেরেছি।
তবে কুয়েতের কর্তৃপক্ষ এ বিষয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে এখানকার গোয়েন্দা কর্মকর্তারা কেন সাংসদকে আটক করেছেন, সেটা জানার চেষ্টা করছি। এরই মধ্যে সিআইডিতে দূতাবাসের লোকজনকে পাঠানো হয়েছে।’

কূটনীতিক সূত্রে, আজ ৭ জুন রোববার দুপুরে কুয়েতে বাংলাদেশের ওই সাংসদকে আটকের খবর পাওয়া যায়। হঠাৎ করে সিআইডি কেন তাঁকে আটক করেছে কিংবা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে, সেটা রহস্যজনক বলে এই প্রতিবেদকের কাছে মন্তব্য করে এক সূত্র। কারণ, করোনাভাইরাস সংক্রমণের আগেই কুয়েতে পৌঁছান সাংসদ কাজী শহীদ। ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আকাশপথে যোগাযোগ বন্ধ থাকায় তিনি সেখানে আটকা পড়েন। ফলে তাঁর আর দেশে ফেরা হয়নি।

অন্য একটি সূত্র এই প্রতিবেদককে আভাস দিয়েছে, কুয়েতে পরিচালিত ব্যবসা আর সম্পত্তি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সেখানকার সিআইডি সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। হয়তো দু–এক দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে সাংসদকে।

প্রসঙ্গত, এ বছরের ফেব্রুয়ারি মাসে কুয়েতের আরবি দৈনিক আল কাবাস ও আরব টাইমস বাংলাদেশের এক সাংসদসহ তিন মানব পাচারকারীর বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে। এর সুত্র ধরে তখন বাংলাদেশের জাতীয় পর্যায়ের প্রায় সকল গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়েছিলো।