ভাস্কর মজুমদার -কবি, লেখক ও সাংবাদিক :
মুক্ত মনের মানুষ তুমি ,
মুক্ত আকাশের পায়রা।
জন্মেছ তুমি, মানুষের হিতে,
ধন্য,
তোমার জননী, ধন্য ও এই ধরা।
বন্ধু সুলভ সভাব তোমার,
কোমলতায় ভরা মন।
ক্ষণতেই কাছে টানে,
দূরে থাকা প্রিয়জন।
সোনার বাংলার গর্ভ তুমি,
রত্ন গর্ভা তোমার মা।
স্বার্থক তোমার পিতৃদেব,
পেয়েছে,তোমায় অনেক সাধনায়।
এখনো ভুলিনি, কখনো ভুলবোনা,
ভাসবে তুমি ভালোবাসার বন্যা।
শ্রদ্ধেয় তুমি প্রকৌশলী খোকন পাল,
একদিন তোমারই হাতে ভাসবে,
উজান নদে শত কুটি নৌকার পাল।