শিক্ষা প্রতিষ্ঠান ৬ আগস্ট পর্যন্ত বন্ধ ও প্রাথমিক প্রধান শিক্ষকদের ফেসবুক গ্রুপে যুক্ত ও পেইজে লাইক দেয়ার নির্দেশ

ভিবি নিউজ-করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব ধরনের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটিও আগামী ৬ই আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ ১৪ জুন সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়।

দেশে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে গত ১৭ই মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে সর্বশেষ ১৫ই জুন পর্যন্ত করা হয়। আজ শেষ হচ্ছে এ ছুটির মেয়াদ। ছুটি শেষ হওয়ার আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে আবারো ৬ই আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হলো।

 

এদিকে প্রাথমিক প্রধান শিক্ষকদের ফেসবুক গ্রুপে যুক্ত ও পেইজে লাইক দিতে নির্দেশনাঃ
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জরুরি ভিত্তিতে একটি ফেসবুক গ্রুপ ও অপর একটি ফেসবুক পেজে সংযুক্ত হওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Head Teachers of GPS BD’ ফেসবুক গ্রুপে যোগ দিতে এবং ‘Directorate of Primary Education’-পেজে লাইক দিয়ে যুক্ত হতে রবিবার ১৪ জুন এ নির্দেশনা দিয়ে সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসারদের চিঠি পাঠানো হয়েছে।

প্রশাসনিক বিভিন্ন দিক নির্দেশনা জরুরি ভিত্তিতে পেতে ফেসবুক গ্রুপে যোগ দেওয়া ও পেজে প্রধান শিক্ষকদের যুক্ত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ফসিউল্লাহ।

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে। এসময় জরুরি যোগাযোগে শিক্ষকদের গ্রুপে যুক্ত হতে বলা হলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *