ভিবি নিউজ ডেস্ক:
শান্তির ধরণ এমন যদি হয় ,
অশান্তি বল তবে কেমন ?
মানুষের মাংস মানুষেই লুটে,
যার মনে লয় যেমন।
হাজার বছর আগেও ছিল,
পূর্ণ ময় এই ধরা।
এখন সবই বদলে গেছে,
অতি বৃষ্টি আর খরা।
জানিনা এখন মানবের ভাব,
চলন,বলনে কার কি স্বভাব।
স্বার্থের তরে সকলই পারে,
মনুষ্যত্বের নাই কোন ছাপ।
লোহাতে যখন মরিচিকা পড়ে,
সহজে খোলা না যায় ।
মানুষের মনেও পাপে পূর্ণ ,
হিসাব রাখা দায়।
ও বিধাতা তুমি কোথায়,
আজ কেন নিশ্চুপ।
কিছু, মানব আজ সেজেছে দানব ,
এ কেমন বল তার জঘণ্য রূপ ?