ভিবি নিউজ ডেস্ক:
গত ১৭ ডিসেম্বর ২০২১ ইং তারিখে “ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব)” এর বার্ষিক বনভোজন-২০২১ খ্রিষ্টাব্দ, বাংলাদেশের পুন্য নগরী সিলেট এ অনুষ্ঠিত হয়। উক্ত বনভোজনের কার্যক্রম বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল (রহ:) এর দরগা শরীফ পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হয় এবং আরেক বিখ্যাত সুফি সাধক শাহ পরান (রহঃ) এর দরগা শরীফ পরিদর্শনের মধ্য দিয়ে এই বনভোজনের কার্যক্রমের সমাপ্তি ঘটে।
বনভোজনের কার্যক্রমের অংশ হিসেবে জাফলং জিরো পয়েন্ট, উপজাতি খাসিয়া পল্লী ও চা বাগান এবং আশেপাশের আরো কিছু দর্শনীয় স্থানগুলোতেও ভ্রমণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শরিফুল হক তুমুল, সহ-সভাপতি মুহাম্মদ মনজুর হোসাইন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, মোঃ সাইফুর রহমান, আইফুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক মোঃ রিপন ফকির, সহ দপ্তর সম্পাদক মোঃ হাবিবুল্লাহ সানজু, অর্থ সম্পাদক আরিফুল আলম আশিক, নারী ও শিশু সম্পাদক মনিকা মজুমদার, সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃ তামজিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইফতেখার ভূইয়া, দপ্তর সম্পাদক তাবিয়া রহমান তাসনিয়া, ঢাকা মহানগর উত্তর শাখার দপ্তর সম্পাদক অপূর্ব বড়ুয়া, ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক রহমান বাবু, সিলেট মহানগর শাখার সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম বকস মুহিন,
যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ, শিক্ষা ও গবেষনা সম্পাদক পারভেজ আহমেদ , অর্থ সম্পাদক এ. কে রিপন, সহ-অর্থ সম্পাদক জাহিদ এনাম সাব্বির,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন চন্দ্র চন্দ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুন্না মিয়া,সমাজ কল্যান সম্পাদক জয়নুল ইসলাম,আন্তর্জাতিক সম্পাদক ইমরুল আবিদ, সহ-দফতর সম্পাদক মাসুদুর রহমান সাগর,সহ-প্রচার সম্পাদক আব্দুল কাদির জায়গিরদার, সহ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মান্নান, সহ-সমাজ কল্যান সম্পাদক এম,এ সামাদ রাজা
সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, নরসিংদী জেলা সাধারণ সম্পাদক খোরশেদ আলম খোকন, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রোকেয়া রহৃান, সিনিঃ সহ সভাপতি আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ নির্যা, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সিটি বিশ্ববিদ্যালয় শাখার সহ সাধারণ সম্পাদক তুসার হোসেন, সেন্ট্রাল ল কলেজ শাখা সভাপতি মোঃ নুরুদ্দিন সরকার, সহ সভাপতি মোস্তকিম ভূঁইয়া মোস্তফা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইভান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল বিশ্বাস, নিউ ইরা ল’ কলেজ শাখা সভাপতি টনি রায় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ল’ কলেজ কমিটির নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথি বৃন্দ। উক্ত অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা জেলা, সিলেট মহানগর কমিটির নেতৃবৃন্দ। সিলেটের দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করা সহ খাবার-দাবারের আয়োজন এবং এ সংক্রান্ত সকল বিষয়ে সার্বিক সহযোগিতায় ছিলেন সিলেট মহানগর কমিটি । বনভোজনে অংশগ্রহণকারীদের কে উজ্জীবিত রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ড খেলাধুলা এবং রাফেল ড্র এর ব্যবস্থা রাখা হয়। উল্লেখ্য যে, “ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব)” একটি অরাজনৈতিক, অলাভজনক আইনি সেবা বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন। আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী এবং আইনের শিক্ষার্থীরাই হলো এ সংগঠনের সদস্য। বাংলাদেশের অন্যতম বৃহৎ আইন বিষয়ক স্বেচ্ছাসেবী এই সংগঠনটি আইনী সুবিধা বঞ্চিত মানুষকে আইনগত পরামর্শ/প্রদক্ষেপ দেয়া সহ নারী ও শিশু অধিকার এবং এতদসংক্রান্ত ১০ দফা দাবি নিয়ে কাজ করে যাচ্ছে।