সংবাদ শিরোনামঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী স্বরণে মেহেদী হাসান রাসেলের কুরআন ও হাদিসের আলোকে উপস্থাপন  লক্ষ্মীপুরে নতুন পুলিশ সুপার আকতার হোসেন লক্ষ্মীপুরে যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ জনগনের সুস্বাস্থ্যের জন্য চাই নিরাপদ খাদ্য রায়পুরে  সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন বিএনপির মাধ্যমে পানিবন্ধীদের ত্রান বিতরন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “ লক্ষ্মীপুরে কলেজ অধ্যক্ষের অপসারণ চেয়ে শিক্ষক- কর্মচারীদের বিক্ষোভ বাংলাদেশের মুমূর্ষু শিশু শুভমকে নতুন জীবন দিয়েছেন ভারতের ডাঃ সঞ্জীব দেববর্মণ কোটা আন্দোলনে মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি
লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি

লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি

ভি বি রায় চৌধুরী –

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ- নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভূঁইয়া এবং সিনিয়র সহকারী জজ কাজী ফখরুল আবেদীনকে কমিটির দায়িত্ব দেওয়া হয়। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১১৫ কেন্দ্রে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে। এতে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল), জাকের পার্টির সামছুল করিম খোকন (গোলাপ

ফুল) ও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহমুদ (আম) প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা জজ আদালতের বিজ্ঞ আইনজীবী ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী অনুসন্ধান কমিটি গঠন করতে হয়। এতে আমাদের আদালতের দুজন বিজ্ঞ জজ দায়িত্ব পেয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, অনিয়মরোধে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এতে জেলা জজ আদালতের দুজন বিজ্ঞ জজকে এ কমিটির দায়িত্ব দেওয়া হয়।

গত ৩০সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী ও সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা একেএম শাহজাহান কামাল মারা যাওয়াতে উক্ত আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিক বাধ্যবাধ্কতার কারনে ৩ অক্টোবর উক্ত আসনটি শুন্য ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। ৪ অক্টোবর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।