‘লক্ষ্মীপুর ২ (রায়পুর আংশিক লক্ষ্মীপুর) আসনে উপহার নিয়ে ছুটে আসেন এমপি সেলিনা

ভিবি নিউজ-মানবতাই রাজনীতি’ অন্তরে মননে এমন বিশ্বাস লালন করা পাপুল এমপি দম্পতি জনসেবায় সম্পৃক্ত থাকার মানসে’ই রাজনীতি করেন বলে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে কাজি শহিদ ইসলাম পাপুলের সহধর্মিণী সেলিনা ইসলাম সিআইপি বলেন।

‘এমপি পাপুল দম্পতি জনসেবার রাজনীতিতে বিশ্বাসী’।
তারা সুখে দুঃখে জনগনের পাশে থাকতে চান ।

পাপুল এমপি’র পক্ষ থেকে উপহার বিতরনের সময় এমন কথাগুলো বলেন, লক্ষ্মীপুর
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।

১৩ মে-২০২০ইং লক্ষীপুর সদর উপজেলার ১/২/৩/৪/৫/১৬/২০/ও ২১ নং ইউনিয়নে সারা বিশ্বে আতঙ্কিত মহামারী করোনাভাইরাস সঙ্কটে স্থবির হয়ে পড়া জনগণের পাশে এসে দাড়িয়েছেন। এবং অকাতরে ত্রান সামগ্রী বিতরন করে যাচ্ছেন লক্ষীপুর-০২ (সদর আংশিক লক্ষ্মীপুর ) আসনের মাননীয় এমপি পাপুল মহোদয়ের সহধর্মিণী সংরক্ষিত মহিলা আসনের মাননীয় এমপি সেলিনা ইসলাম সিআইপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *