ভি বি নিউজ ডেস্ক: আমাদের সকলের প্রিয়নেতা লক্ষীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন ভাই কে,, লক্ষ্মীপুর জেলার বিভিন্ন সম্ভাবনা ও জরুরী ভিত্তিতে প্রয়োজন নিয়ে মহান জাতীয় সংসদে উপস্থাপন করায় লক্ষ্মীপুর ২ আসনের জনগনের পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করার খবর
এখন জেলা বাসির মুখে মুখে।
মাননীয় সাংসদ এড: নুরউদ্দিন জাতীয় গত ১৬ জুন ২০২২ ইং মহান সংসদে যে যে বিষয়ে লক্ষ্মীপুরে বর্তমানে অতীব প্রয়োজন, তেমনি তেরটি বিষয়ে উপস্থাপিত নিন্মরুপ:
১:লক্ষ্মীপুরে ট্রেন লাইন চালুকরন।
২:মজুচৌধুরী হাটে আধুনিক নৌ বন্দর স্থাপন করন।
৩:লক্ষ্মীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এর কাজ বাস্তবায়ন করন।
৪:মজুচৌধুরী হাটে Economical Zone চালুকরন।
৫:হায়দারগন্জ পুলিশ ফাড়িকে থানায় উন্নতিকরণ।
৬:রায়পুরে মিনি স্টেডিয়াম স্থাপন করন।
৭:রায়পুরে যুব কমপ্লেক্স স্থাপন করন।
৮:পোদ্দার বাজারে পুলিশ ফাড়িকে উন্নতকরণ।
৯:চন্দ্রগন্জ থানাকে উপজেলায় উন্নতি করন।
১০ঃরায়পুর হাসপাতালকে ৫০ শয্যা বিশিষ্ট বেড থেকে ১০০ শয্যা বিশিষ্ট বেড উন্নতি করন।
১১ঃরায়পুরে মডেল মসজিদ স্থাপন করন।
১২ঃহায়দারগন্জ,মজুচৌধুরীহাট, থেকে মতিন হাট পর্যন্ত মেঘনা নদী ভাঙ্গন রোধ করা বিষয়ক উপস্থাপন।
১৩ঃরায়পুর হায়দারগন্জ, মোল্লার হাট বেড়ি রাস্তাটি সম্প্রসারণ করন।ইত্যাদি বিষয়গুলো সহ জাতীর পিতা বিষয়ে সংসদে বিষধ আলোচনা করায় লক্ষ্মীপুর জেলা বাসি ও লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।