সূধী,
লক্ষ্মীপুর সাংবাদিকদের কল্যাণে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা। এই সংস্থায় নতুন সদস্য অন্তর্ভুক্তি করা হবে।
আবেদনের তারিখ ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
যোগ্যতা ঃ
১। শিক্ষাগত যোগ্যতা – স্নাতক।
(অভিজ্ঞতার ক্ষেত্রে শিথিল যোগ্য)।
২। জাতীয় দৈনিকের( প্রতিনিধি) সংযুক্তি থাকতে হবে।
৩। অবশ্যই ঐ পত্রিকার সার্কুলেশন থাকতে হবে।
৪। নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
৫। প্রয়োজনীয় কাগজ-
(ক) শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।
(খ) এনআইডি কার্ডের ফটোকপি।
(গ) পত্রিকার নিয়োগ পত্র / আইডি এর ফটোকপি।
(ঘ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি।
ফরম সংগ্রহ ও জমা দেয়ার স্থানঃ
“”””””””” ””””””””””””””””””””””””””””””
১। লক্ষ্মীপুর সদরে – ভি বি রায় চৌধুরীর নিকট
মোবাইল
০১৭১২৭৩৫৯৮৪
২। রায়পুর উপজেলায় -সহেল আলম, মোবাইল নং ০১৮১১৬০৫২১২
৩। কমল নগর -রামগতি – আব্দুল মজিদ নেহাল।
মোবাইল নং ০১৭১৫৪৩৬০৫৫
৪। রামগঞ্জ, ভাস্কর বসু রায় চৌধুরী। মোবাইল নং ০১৩১৬৭৪৪৫৩৪