ভিবি নিউজ ডেস্কঃ- লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড, এএইচএম কামারুজ্জামান, পিপিএম সেবা মহোদয় এর নির্দেশক্রমে ৯ মে বিকালে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ( পরিদর্শক) মানবতার বিমূর্ত প্রতিক মোঃ জসিম উদ্দিন সদর থানাধীন ৬নং ভাঙ্গাখাঁ ইউনিয়নের রাজিবপুর সাকিনের জনৈক শারীরিক প্রতিবন্ধী মোঃ সবুজ (২১) , পিতা-আবদুল মান্নান, সাং-রাজিবপুর, ১নং ওয়ার্ড, আলী মিয়ার বাড়ী, থানা ও জেলা-লক্ষ্মীপুর এর বাড়ীতে সরেজমিনে উপস্থিত হইয়া তাহার শরীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং অসহায় পরিবারটিকে আর্থিক ও ঈদ সামগ্রী উপহার প্রদান করেন।