সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান টিপুর উদ্যোগে ভ্রাম্যমাণ হাসপাতাল

লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান টিপুর উদ্যোগে ভ্রাম্যমাণ হাসপাতাল

লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী-

জেলাব্যাপী লকডাউনে অতি প্রয়োজনে কেউ ঘর থেকে বেরুতে না পারা এবং সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু। তার উদ্যোগে জেলার রামগতি ও রামগঞ্জ উপজেলায় ‘ডাক্তার যাবে বাড়ি’ নামে ভ্রাম্যমাণ হাসপাতালে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার সন্ধায়-এ সংক্রান্ত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, উপজেলার নারী-পুরুষ, শিশু, বয়োজ্যেষ্ঠ মানুষদের স্বাস্থ্য কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ অনেকের স্বাস্থ্য পরামর্শ বা ডাক্তারের প্রয়োজনীয় পরামর্শ নেওয়া লাগতে পারে। কিন্তু এই মুহূর্তে অনেকে হয়তো বাইরে যাচ্ছে না। আবার অনেকের মধ্যে ভয়ও কাজ করছে। তাই গাড়ি আর ডাক্তার নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি।

তিনি আরো বলেন, গাড়িতে বসেই ডাক্তাররা প্রয়োজনীয় সেবা দিচ্ছেন। প্রয়োজনীয় ওষুধও আমরা সরবরাহ করছি। যাতে মানুষের সুবিধা হয়। এর জন্য কোনো খরচ করতে হচ্ছে না কাউকে। প্রতিদিনই এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে উপজেলার বিভিন্ন এলাকায়।

এতে আরো বলা হয়, ব্যক্তিগত উদ্যোগে মানুষের বিপদে সাড়া দিতেই নানা কার্যক্রম হাতে নিয়েছেন তিনি। ইতোমধ্যে সদর উপজেলার সবকয়টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে ৫ হাজার ব্যাগ খাদ্য সামগ্রী। এছাড়া ইউনিয়নে ইউনিয়নে মাইকিং ও মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, চিকিৎসদের সুরক্ষা পোশাক প্রদান, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে সবজি বিতরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।