ভিবি নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর সদর উপজেলার
চররমনী মোহন ইউনিয়নের বিচ্ছিন্ন এলাকা মেঘনা নদীর মাঝে অবস্থিত জান্নাতুল মাওয়া আশ্রয়ণ প্রকল্প জামে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন অদ্য ২৯ আগস্ট ২০২১ ইং বিকাল ৪’৩০ মিনিটে লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দ ।
ভিত্তিপ্রস্তর স্থাপন কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সহকারী কমিশনার ভূমী মো: মামুনুর রশীদ, উপসহকারী প্রকৌশলী, (পিআইও) মোঃ আরিফুর রহমান সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও সূধী জনরা।।