ভিবি নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী কে যৌন হয়রানি করার বিষয়ে গত ৭ মে ২০২৩ ইং রোজ রবিবার ভিবি নিউজ অনলাইন ২৪.কমে যে নিউজটি ছাঁপানো হয়েছে তার বিরুদ্ধে অভিযুক্ত ভাসুর তৌফিকুল হায়দার দীপন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এই বলে যে, তার বিরুদ্ধে আনিত অভিযোগটি মিথ্যা, বানোয়াট, তাকে পরিকল্পিত ভাবে সমাজে হেয় পতিপন্ন করার মানষে এই হেন অভিযোগ জেলাপ্রশাসক বরাবরে করা হয়েছে। তৌফিকুল হায়দার দীপন আরো বলেন আমি ছোট ভাইয়ের বৌকে নিজের বোনের মতো মনেকরি। জায়গা জমিন নিয়ে তার ছোট ভাইয়ের বৌ খাদিজার সাথে দীর্ঘদিন যাবৎ ঝগড়া- বিবাদ লেগে আছে।এরই ধারাবাহিকতায় সে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করছে, এমনকি সে সরকার বাহাদুর থেকে ভূমীহিন হিসাবে একটি ঘর পেয়েছে। সেই ঘরটি যে জমিনে তুলেছে, সে জমিনও তার নয়। এই বিষয়ে গত ১৭/১/২০২৩ ইং তারিখে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অন্যায় ভাবে ভূমী জবরদখল করত: সরকারী অনুদানের গৃহ নির্মানের বিষয়ে প্রতিকার প্রার্থনা করেন মো: হারুন অর রশিদ ও মো: রাজন হায়দার।