লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজারে জনগণের সতস্ফুর্ত ঘোরাঘুরি মানছেনা কোন বাঁধা

লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজারে জনগণের শতস্ফুর্ত ঘোরাঘুরি মানছেনা কোন বাঁধা
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
“নিজে বাঁচুন অপরকে বাঁচান”
——————————————————————+++
ভি বি রায় চৌধুরী-নিজের ভালো নিজে বোঝার দিন প্রতিষ্ঠা করেছে করোনা মহামারী। সাথে নিজের সুস্থতা এখন যেমন জরুরি, তেমনই নিজের সতর্কতাই পারে পাশের মানুষটিকে বাঁচাতে। বাঁচাতে পারে পরিবারের অন্যদেরকেও। এভাবে ঘরবন্দি থেকে সমাজের অন্যদের বাঁচাতে নিজের সতর্কতা বলা চলে অনেকটা স্বার্থপরতা করোনা প্রতিরোধের প্রধান অস্ত্র।
গোটা পৃথিবীজুড়ে এই নীতি ও নিয়ম মেনে চলার সময় এখন। সবাই মানছেও তাই। কিন্তু বাংলাদেশের এক শ্রেণির মানুষের হেঁয়ালিপনা, উপেক্ষা আর অসতর্কতায় কোথাও কোথাও এর ব্যত্যয় ঘটছে। এটা যেমন দুঃখজনক, আবার পাশাপাশি অনেক কষ্টগাঁথা ঘটনা, দেখছি দীনহীন, দরিদ্রদের ক্ষুধার জ্বালায় করোনা মহামারীকে তুচ্ছজ্ঞান করতে। তেমনি ভাবে লক্ষ্মীপুরের উপশহর হিসাবে ক্ষ্যাত দালাল বাজারের আজ ৯ এপ্রিল সকালের চিত্র, মানছেন না কোন বাধা, যেমনি ব্যাবসায়ীরা, তেমনি জনগণ। বিষয়টি প্রশাসনের নজরদারিতে আনা অতীব জরুরী হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *