সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে স্কুল শিক্ষক ও শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, শিক্ষিকার স্বামীর অভিযোগ লক্ষ্মীপুর ২ আসনের মানবিক এমপি নুরউদ্দিন আলিফ মীম হাসপাতালের শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতি ডা: জাকির হোসেন উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ না নিতে এমপি আনোয়ার খাঁনকে চিঠি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট রহমত উল্যাহ বিপ্লবের কিছু কথা লক্ষ্মীপুরের কৃতিসন্তান আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল ফার্মারের  জন্মদিনে তিনি সকলের আশির্বাদ /দোয়া প্রার্থী লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউপি নির্বাচনে মীর শাহআলম চেয়ারম্যান নির্বাচিত
লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার এলাকায় সনাতনী সম্প্রদায়ের জন্য শ্মশান করা আবশ্যক

লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার এলাকায় সনাতনী সম্প্রদায়ের জন্য শ্মশান করা আবশ্যক

লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার এলাকায় সনাতনী সম্প্রদায়ের জন্য শ্মশান করা জরুরি

লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার এলাকায় সনাতনী (হিন্দু) সম্প্রদায়ের জন্য একটি শ্মশান করা অতিব জরুরি হয়ে পড়েছে।

জানা যায় লক্ষ্মীপুর সদর উপজেলার ১,২,৩,৪নং ইউনিয়ন ও রায়পুর উপজেলার ৪ এবং ৭নং ইউনিয়নসহ লক্ষ্মীপুর পৌর পশ্চিম এলাকার কিছু অংশের বসবাসকারী সনাতনী সম্প্রদায়ের (হিন্দু) লোকজন বিভিন্ন কারনে গ্রামের বসত বাড়ি,জমা জমিন বিক্রী করে শহর ও উপশহর মুখি হয়ে ২/৩/৪ শতাংশ সম্পত্তি কিনে বা ভাড়া বাসায় বছরের পর বছর বসবাস করে চলছে। তাদের থাকার ব্যবস্থা হলেও মৃত্যুর পরে শেষকৃত্ত সম্পন্ন বা শবদাহ করার মত কোন ব্যবস্থা নাই।
যার ফলশ্রুতিতে মৃত্যুর পরে মৃতদেহ ঘরে রেখে শবদাহ করা বা সমাধি দেয়ার জন্য বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরতে হয়। এ অবস্থায় সঠিক দিক নির্দেশনাসহ শবদাহ বা সমাধি করার জন্য সনাতনীদের একটি শ্মশান এবং শিবমন্দির স্হাপন করা অতিব জরুরি হয়ে পরেছে। উল্লেখ্য শ্মশান করতে হলে শিবমন্দির থাকাসহ ধর্মীয় নিয়মনীতি মোতাবেক করার নিয়ম রয়েছে।
এই বিষয়ে পশ্চিম লক্ষ্মীপুর কামান খোলা হাই স্কুলের নৈশপ্রহরী তপন দাস বলেন, গত বছর আমার বাবার মৃত্যুর পর দাহ করার জন্য কতজনের নিকট ছুটেছি এক খন্ড জমির জন্য, লক্ষ্মীপুরের কেহই দাহ করার স্থান দিলেন না। অবশেষে নোয়াখালীতে নিয়ে বাবার এক আত্মীয়ের বাড়িতে দাহ করি।

এই বিষয়ে উপশহর দালাল বাজারের বিশিষ্ট স্বর্ন ব্যবসায়ী তপন সরকার বলেন, দালাল বাজার উপশহরে বহু সনাতনী সম্প্রদায়ের লোকের বসবাস। তারা গ্রাম থেকে নিরাপত্তার জন্য উপশহরে এসে মাথা গোজার জন্য দুই-তিন শতক জমিন কিনে বাসা করে থাকছে অথচ মৃত্যুর পর শবদাহ করার কোন ব্যাবস্থা রাখেনি। তাই মৃত ব্যাক্তিকে ঘরে রেখে দাহ করার জন্য বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরতে হয়। তরজন্য এই অসহায়দের পক্ষথেকে জেলাপ্রশাসক মহোদয়ের নিকট আকুল আবেদন,একটি শ্মশান ঘাট করে শবদেহ দাহ করার সুযোগ করে দেওয়ার বিনিত প্রার্থনা করছি।

এই বিষয়ে লক্ষ্মীপুর জেলার জেলাপ্রশাসক সুরাইয়া জাহান মহোদয়ের সাথে আমাদের এপ্রতিবেদক দৈনিক জনতার স্টাফ রিপোর্টার ভি বি রায় চৌধুরী কথা বল্লে তিনি বিষয়টি আমলে নিয়ে জরুরি ভিত্তিতে উপরোক্ত বিষয়ে পদক্ষেপ নিবেন বলে এপ্রতিবেদককে জানান।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com