সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন ঔষধ কোম্পানি গুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা লক্ষ্মীপুরে অস্ত্র -গুলি সহ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড,মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা প্রদান দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান পবিত্র ঈদে মিলাদুন্নবী স্বরণে মেহেদী হাসান রাসেলের কুরআন ও হাদিসের আলোকে উপস্থাপন  লক্ষ্মীপুরে নতুন পুলিশ সুপার আকতার হোসেন লক্ষ্মীপুরে যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ
লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা

লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা

স্টাফ রিপোর্টার- লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ কাজলের চায়ের দোকানের সামনে ২৬ অক্টোবর রাত ৯ ঘটিকায় মেহেদী হাসান রাসেল(৩৬) শিক্ষানবিশ এডভোকেটের থেকে জনপ্রতিনিধি আবু তাহেরের পুত্র শাহাদাৎ হোসেন মঞ্জু(৩০) গংরা ৩টি অলিখিত ১০০ টাকা মূল্যের স্ট্যাম্প স্বাক্ষরিত,ডাচ্ বাংলা ব্যাংকের একটি চেকের পাতা, যাহার নাম্বার ১৯৩১০৩১৮১৫১৭ ও মামলার বাদীর মূল এনআইডি কার্ড জোর করে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে ভুৃক্তভুগি মেহেদী হাসান আমাদের এপ্রতিবেদক কে জানান যে তিনি উপরোক্ত বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, লক্ষ্মীপুরে একটি ফৌ: কা: বি: ৯৮ ধারায় একটি মামলা দায়ের করেন। যাহার পিটিশন নং ২১৩/২৩ ।মামলা সূত্রে ও বাদীর বাচনিক আরো জানাযায় বিগত ঘটা দ ভুৃক্তভুগি স্থানীয় বাজার থেকে ঘটনাস্থলে আসা মাত্রই প্রতিপক্ষ শাহাদাৎ হোসেন মঞ্জু সহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জন তার পথরোধ আন্তে প্রানে হত্যার ভয়ভীতি প্রদর্শন করিয়া ৩ টি ১০০ টাকার নন,জুডিশিয়াল স্ট্যাম্পে জোর পূর্বক সহি করে এবং ডাচ্ বাংলা ব্যাংক শাখার ১৯৩১০৩১৮১৫১৭ নং একাউন্টের জোর করে সই করা চেকের পাতা ও পকেটে থাকা এনআইডি কার্ডের মূল কপি ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তিনি আদালতের আশ্রয় নিলে বিজ্ঞ আদালত ৯৮ ধারা মতে ফৌজদারী কার্যবিধির ১০৩ ধারা অনুযায়ী তল্লাসীর ওয়ারেন্ট প্রদান করেন।
জানা যায় উক্ত সার্চ ওয়ারেন্ট টি লক্ষ্মীপুর মডেল থানায় পৌঁছালে থানা পরিদর্শক মোঃ মোসলেহ উদ্দিন কার্যকরি পদক্ষেপ গ্রহন করার জন্য দালাল বাজার পুলিশ কেম্পের ইনচার্জ উপ- পুলিশ পরিদর্শক এমদাদ হোসেন কে দায়ীত্ব দেন।
এবিষয়ে মামলার বিবাদী ও জোর জবরদস্তি করে হাতিয়ে ডুকিউমেন্ট নেয়া শাহাদাৎ হোসেন মঞ্জুর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আপনি কোন টিভির সাংবাদিক? আপনার নুন্যতম কমনসেন্স নেই ? এখন আমার ঘুমানোর সময়, কিছু জানতে চাইলে এলাকায় এসে জানুন।
এই বিষয়ে উপ-পুলিশ পরিদর্শক দালাল বাজার পুলিশ কেম্পের ইনচার্জ এমদাদ হোসেন বলেন আদালতের সার্চ ওয়ারেন্টের কাগজ আমার হাতে এসে পৌঁছেছে। আমি ঘটনারস্থলে গিয়েছি, আসামীর সাথে মুঠোফোনে কথা হয়েছে। অচিরেই কাগজ নিয়ে আমার সাথে দেখা করবে বলে সময় নিয়েছে।